১৪ তরুণী উদ্ধার মামলার মূল হোতা গ্রেফতার
দৌলতদিয়া যৌনপল্লি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লি থেকে ১৪ তরুণী উদ্ধার সংক্রান্ত মানব পাচার মামলার মূল হোতা আব্দুল আল মামুন আনন্দকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার সদর থানার কাঠপট্টি এলাকায় থেকে রোববার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
জানা যায়, পল্লির এক খদ্দেরের কাছ থেকে ৯৯৯-এ ফোন পেয়ে ১৯ জানুয়ারি মধ্যরাতে গোয়ালন্দঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীরের নেতৃত্বে পুলিশের একটি দল দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান পরিচালনা ১৪ তরুণীকে উদ্ধার করে। এ ঘটনায় উদ্ধার এক তরুণী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মানব পাচার আইনে মামলা করেন। সে মামলার এজাহারভুক্ত আসামি পাচার চক্রের মূল হোতা এ আনন্দ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৌলতদিয়া যৌনপল্লি
১৪ তরুণী উদ্ধার মামলার মূল হোতা গ্রেফতার
গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লি থেকে ১৪ তরুণী উদ্ধার সংক্রান্ত মানব পাচার মামলার মূল হোতা আব্দুল আল মামুন আনন্দকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার সদর থানার কাঠপট্টি এলাকায় থেকে রোববার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
জানা যায়, পল্লির এক খদ্দেরের কাছ থেকে ৯৯৯-এ ফোন পেয়ে ১৯ জানুয়ারি মধ্যরাতে গোয়ালন্দঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীরের নেতৃত্বে পুলিশের একটি দল দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান পরিচালনা ১৪ তরুণীকে উদ্ধার করে। এ ঘটনায় উদ্ধার এক তরুণী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মানব পাচার আইনে মামলা করেন। সে মামলার এজাহারভুক্ত আসামি পাচার চক্রের মূল হোতা এ আনন্দ।