সুষ্ঠু বিচারের দাবি পরিবারের
যশোরে টিটো হত্যা
যশোর ব্যুরো
২৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
যশোরের বাঘারপাড়ায় নির্বাচনি সহিংসতায় নিহত খালেদুর রহমান টিটো হত্যা মামলার সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। তাদের দাবি, আসামিরা কারাগারে বন্দি থাকলেও মামলা তুলে নিতে বিবাদী হুমকি দিচ্ছেন। এতে বাদী ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। একই সঙ্গে ন্যায়বিচার পাওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাব যশোর মিলনায়তনে সম্মেলনে এই দাবি করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন নিহত টিটোর চাচা ইন্তাজ মোল্লা। তিনি বলেন, ১০ ডিসেম্বর বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে নৌকা প্রতীকের এজেন্ট ছিলেন খালেদুর রহমান টিটো। নির্বাচনের আগের দিন (৯ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী দ্বীন মোহাম্মদ ওরফে দিলু পাটোয়ারীর ভাই নূর মোহাম্মদসহ সন্ত্রাসীরা খালেদুর রহমান টিটোকে কুপিয়ে জখম করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত খালেদুর রহমান টিটোর সহধর্মিণী রোশনা আরা, মুন্তাজ মোল্লা, ভাই মনিরুজ্জামান মনু প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যশোরে টিটো হত্যা
সুষ্ঠু বিচারের দাবি পরিবারের
যশোরের বাঘারপাড়ায় নির্বাচনি সহিংসতায় নিহত খালেদুর রহমান টিটো হত্যা মামলার সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। তাদের দাবি, আসামিরা কারাগারে বন্দি থাকলেও মামলা তুলে নিতে বিবাদী হুমকি দিচ্ছেন। এতে বাদী ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। একই সঙ্গে ন্যায়বিচার পাওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাব যশোর মিলনায়তনে সম্মেলনে এই দাবি করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন নিহত টিটোর চাচা ইন্তাজ মোল্লা। তিনি বলেন, ১০ ডিসেম্বর বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে নৌকা প্রতীকের এজেন্ট ছিলেন খালেদুর রহমান টিটো। নির্বাচনের আগের দিন (৯ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী দ্বীন মোহাম্মদ ওরফে দিলু পাটোয়ারীর ভাই নূর মোহাম্মদসহ সন্ত্রাসীরা খালেদুর রহমান টিটোকে কুপিয়ে জখম করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত খালেদুর রহমান টিটোর সহধর্মিণী রোশনা আরা, মুন্তাজ মোল্লা, ভাই মনিরুজ্জামান মনু প্রমুখ।