কুড়িগ্রামে রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজ থেকে চান্দের খামার ডিসির মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। শুক্রবার ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে এলাকাবাসীর ব্যানারে অর্ধকিলোমিটার এলাকাজুড়ে প্রায় তিন হাজার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন ঘোগাদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক গোলাপ উদ্দিন মাস্টার, বিমল চন্দ্র, নুর ইসলাম, আব্দুল হক, আয়নাল হক, বেলাল মিয়া, ববিতা সিদ্দিকা, সাইদুল হাসান সাঈদ, উম্মে কুলসুম প্রমুখ। বক্তারা জানান, পৌর এলাকার ধরলা ব্রিজ থেকে ঘোগাদহ ইউনিয়নের চান্দের খামার পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় প্রায় ২০ হাজার মানুষ বসবাস করে। এলাকার একমাত্র রাস্তাটি সংস্কার না করায় শহর থেকে এই এলাকার মানুষ প্রায় বিচ্ছিন্ন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুড়িগ্রামে রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজ থেকে চান্দের খামার ডিসির মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। শুক্রবার ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে এলাকাবাসীর ব্যানারে অর্ধকিলোমিটার এলাকাজুড়ে প্রায় তিন হাজার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন ঘোগাদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক গোলাপ উদ্দিন মাস্টার, বিমল চন্দ্র, নুর ইসলাম, আব্দুল হক, আয়নাল হক, বেলাল মিয়া, ববিতা সিদ্দিকা, সাইদুল হাসান সাঈদ, উম্মে কুলসুম প্রমুখ। বক্তারা জানান, পৌর এলাকার ধরলা ব্রিজ থেকে ঘোগাদহ ইউনিয়নের চান্দের খামার পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় প্রায় ২০ হাজার মানুষ বসবাস করে। এলাকার একমাত্র রাস্তাটি সংস্কার না করায় শহর থেকে এই এলাকার মানুষ প্রায় বিচ্ছিন্ন।