ভৈরবে ছিনতাইয়ের শিকার সেই নারীর জ্ঞান ফেরেনি
গ্রেফতার ১০
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভৈরবে ট্রেন থেকে পড়ে যাওয়া সাবিনা বেগমের জ্ঞান দুদিনেও ফেরেনি। এই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার সকালে ডাক্তাররা তার মাথায় সিটিস্কেন করে। মাথার আঘাতটি গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। এদিকে বিমানবন্দর পুলিশের কাছে থাকা নারীর শিশু সন্তান মেরাজকে (৬) গত বুধবার রাত ৩টায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার খবর পেয়ে সাবিনার ভগ্নিপতি মাসুক মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়। বর্তমানে তিনি তার চিকিৎসার দেখভাল করছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রেলওয়ে পুলিশ দুদিনে ১০ ছিনতাইকারীকে গ্রেফতার করে। এরা হল বাপ্পি, শিপন, সোহেল, আবির, রুবেল, জাকির, রানা, ইমন, শুভ ও মিজান।
উল্লেখ্য, গত বুধবার রাত পৌনে ৯টায় মহানগর প্রভাতী আন্তঃনগর ট্রেনটি ভৈরব রেলস্টেশনে পৌঁছে। এ সময় যাত্রী সাবিনা বেগমের ব্যানেটি ব্যাগ ছিনতাই করার সময় এই নারী ট্রেনের কামড়া থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। ঘটনার সময় ট্রেনটি ছেড়ে দিলে তার শিশু সন্তান নিয়ে ট্রেনেই রয়ে যায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভৈরবে ছিনতাইয়ের শিকার সেই নারীর জ্ঞান ফেরেনি
গ্রেফতার ১০
ভৈরবে ট্রেন থেকে পড়ে যাওয়া সাবিনা বেগমের জ্ঞান দুদিনেও ফেরেনি। এই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার সকালে ডাক্তাররা তার মাথায় সিটিস্কেন করে। মাথার আঘাতটি গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। এদিকে বিমানবন্দর পুলিশের কাছে থাকা নারীর শিশু সন্তান মেরাজকে (৬) গত বুধবার রাত ৩টায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার খবর পেয়ে সাবিনার ভগ্নিপতি মাসুক মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়। বর্তমানে তিনি তার চিকিৎসার দেখভাল করছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রেলওয়ে পুলিশ দুদিনে ১০ ছিনতাইকারীকে গ্রেফতার করে। এরা হল বাপ্পি, শিপন, সোহেল, আবির, রুবেল, জাকির, রানা, ইমন, শুভ ও মিজান।
উল্লেখ্য, গত বুধবার রাত পৌনে ৯টায় মহানগর প্রভাতী আন্তঃনগর ট্রেনটি ভৈরব রেলস্টেশনে পৌঁছে। এ সময় যাত্রী সাবিনা বেগমের ব্যানেটি ব্যাগ ছিনতাই করার সময় এই নারী ট্রেনের কামড়া থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। ঘটনার সময় ট্রেনটি ছেড়ে দিলে তার শিশু সন্তান নিয়ে ট্রেনেই রয়ে যায়।