গ্রাহকের অর্ধকোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তারা
দাগনভূঞায় এনজিও অফিস সিলগালা
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
০৫ মার্চ ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
দাগনভূঞায় অসহায় ও হতদরিদ্র শত শত গ্রাহকের অর্ধকোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ‘সকস বাংলাদেশ’ নামের একটি এনজিও। বিশেষভাবে এনজিও কর্মকর্তারা অসহায় সহজ সরল মহিলাদের টার্গেট করে সঞ্চয়ে অধিক মুনাফার লোভ দেখিয়ে গ্রামীণ টাকা হাতিয়ে নেয়ায়ই কৌশল ছিল। মোটা অঙ্কের ঋণের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয় এনজিওটি। ফলে জীবনের সঞ্চয় হারিয়ে গ্রাহকরা এখন দিশেহারা হয়ে বিভিন্নজনের দ্বারে দ্বারে ঘুরছেন। এমন ঘটনায় বুধবার বিকালে ইউএনও ঘটনাস্থলে গিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলা পরিষদ সংলগ্ন স্বপন হোটেল নামের একটি ভবনের দ্বিতীয় তলায় অফিস ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে ‘সকস বাংলাদেশ’ নামে ভুয়া একটি এনজিও। সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে ১০, ২০, ৫০ হাজার টাকা করে সঞ্চয় নেয়। এক পর্যায়ে তারা বুধবার ঋণ নিতে এসে দেখেন অফিসে তালা ঝুলছে।
একপর্যায়ে হাসিনা মমতাজ নামে এক ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে বুধবার ক্ষুব্ধ গ্রাহকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া বলেন, গ্রাহকদের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছি। এ সময় ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গ্রাহকের অর্ধকোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তারা
দাগনভূঞায় এনজিও অফিস সিলগালা
দাগনভূঞায় অসহায় ও হতদরিদ্র শত শত গ্রাহকের অর্ধকোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ‘সকস বাংলাদেশ’ নামের একটি এনজিও। বিশেষভাবে এনজিও কর্মকর্তারা অসহায় সহজ সরল মহিলাদের টার্গেট করে সঞ্চয়ে অধিক মুনাফার লোভ দেখিয়ে গ্রামীণ টাকা হাতিয়ে নেয়ায়ই কৌশল ছিল। মোটা অঙ্কের ঋণের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয় এনজিওটি। ফলে জীবনের সঞ্চয় হারিয়ে গ্রাহকরা এখন দিশেহারা হয়ে বিভিন্নজনের দ্বারে দ্বারে ঘুরছেন। এমন ঘটনায় বুধবার বিকালে ইউএনও ঘটনাস্থলে গিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলা পরিষদ সংলগ্ন স্বপন হোটেল নামের একটি ভবনের দ্বিতীয় তলায় অফিস ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে ‘সকস বাংলাদেশ’ নামে ভুয়া একটি এনজিও। সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে ১০, ২০, ৫০ হাজার টাকা করে সঞ্চয় নেয়। এক পর্যায়ে তারা বুধবার ঋণ নিতে এসে দেখেন অফিসে তালা ঝুলছে।
একপর্যায়ে হাসিনা মমতাজ নামে এক ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে বুধবার ক্ষুব্ধ গ্রাহকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া বলেন, গ্রাহকদের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছি। এ সময় ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।