কাফনের কাপড় ঝুলানো সেই বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান
মুক্তাগাছার বড়গ্রাম ইউনিয়ন
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ইউপি নির্বাচনে কাফনের কাপড় গলায় ঝুলিয়ে নির্বাচনি প্রচারণা চালনো সেই বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলার তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জাহান আলী ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেন। বড়গ্রাম ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিদ্দিকুজ্জামান সিদ্দিককে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা। প্রতিপক্ষ প্রার্থীদের হুমকি-ধমকি ও ভোট কারচুপির আশঙ্কায় গলায় কাফনের কাপড় ঝুলিয়ে ঘুরছেন বলে যুগান্তরকে অভিযোগ করেন জাহান আলী। তার অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে কাফনের কাপড় এখন আমার একমাত্র সঙ্গী শিরোনামে ২৪ নভেম্বর বুধবার অনলাইন সংস্কারে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর পুলিশ-প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও সুশীল সমাজ নড়েচড়ে বসেন। পরে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালিয়ে যান নব্বই
দশকের সাবেক ইউপি চেয়ারম্যান জাহান আলী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মুক্তাগাছার বড়গ্রাম ইউনিয়ন
কাফনের কাপড় ঝুলানো সেই বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ইউপি নির্বাচনে কাফনের কাপড় গলায় ঝুলিয়ে নির্বাচনি প্রচারণা চালনো সেই বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলার তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জাহান আলী ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেন। বড়গ্রাম ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিদ্দিকুজ্জামান সিদ্দিককে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা। প্রতিপক্ষ প্রার্থীদের হুমকি-ধমকি ও ভোট কারচুপির আশঙ্কায় গলায় কাফনের কাপড় ঝুলিয়ে ঘুরছেন বলে যুগান্তরকে অভিযোগ করেন জাহান আলী। তার অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে কাফনের কাপড় এখন আমার একমাত্র সঙ্গী শিরোনামে ২৪ নভেম্বর বুধবার অনলাইন সংস্কারে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর পুলিশ-প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও সুশীল সমাজ নড়েচড়ে বসেন। পরে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালিয়ে যান নব্বই
দশকের সাবেক ইউপি চেয়ারম্যান জাহান আলী।