আগৈলঝাড়ায় সড়কে খানাখন্দ চলাচলে ভোগান্তি
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়নের রথখোলা বাসস্ট্যান্ড থেকে গৈলা বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় যানবাহন ও লোকজনের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। সড়কটি মেরামত না করায় বেশিরভাগ স্থানেই বিটুমিন ও ইট-পাথর উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। অথচ এই সড়ক প্রতিদিন গৈলা বাজারের ব্যবসায়ী, স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার লোকজন যাতায়াত করছে। সড়কটির কিছু কিছু জায়গায় ভেঙে গিয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। যানবাহন চলাচল করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। গৈলা বাজারে যাওয়ার ঝুঁকিপূর্ণ সড়কে চলাচলকারী ব্যবসায়ী পলাশ সরদার বলেন, প্রতিদিন আমাদের দোকানের মালামাল নেওয়ার সময় গর্তে পড়ে ভ্যান উলটে গিয়ে দুর্ঘটনাসহ মালামালের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ সড়ক ছাড়া মালামাল নেওয়ার বিকল্প উপায় নেই। তাই বাধ্য হয়ে এ সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের। এলাকাবাসী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে বারবার সড়ক সংস্কারের দাবি জানালেও কোনো কাজ হয়নি। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে থাকা) অহিদুর রহমান বলেন, সড়ক সংস্কার করার জন্য সরেজমিন গিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আগৈলঝাড়ায় সড়কে খানাখন্দ চলাচলে ভোগান্তি
আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়নের রথখোলা বাসস্ট্যান্ড থেকে গৈলা বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় যানবাহন ও লোকজনের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। সড়কটি মেরামত না করায় বেশিরভাগ স্থানেই বিটুমিন ও ইট-পাথর উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। অথচ এই সড়ক প্রতিদিন গৈলা বাজারের ব্যবসায়ী, স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার লোকজন যাতায়াত করছে। সড়কটির কিছু কিছু জায়গায় ভেঙে গিয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। যানবাহন চলাচল করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। গৈলা বাজারে যাওয়ার ঝুঁকিপূর্ণ সড়কে চলাচলকারী ব্যবসায়ী পলাশ সরদার বলেন, প্রতিদিন আমাদের দোকানের মালামাল নেওয়ার সময় গর্তে পড়ে ভ্যান উলটে গিয়ে দুর্ঘটনাসহ মালামালের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ সড়ক ছাড়া মালামাল নেওয়ার বিকল্প উপায় নেই। তাই বাধ্য হয়ে এ সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের। এলাকাবাসী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে বারবার সড়ক সংস্কারের দাবি জানালেও কোনো কাজ হয়নি। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে থাকা) অহিদুর রহমান বলেন, সড়ক সংস্কার করার জন্য সরেজমিন গিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।