ঝিনাইদহ ঝিকরগাছা ও ঈশ্বরগঞ্জে ৩ লাশ উদ্ধার
যুগান্তর ডেস্ক
২১ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ, যশোরের ঝিকরগাছা ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার এসব লাশ উদ্ধার করা হয়। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার বুড়া গ্রামের একটি পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। নিহত ব্যক্তি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার বাঘাছড়া গ্রামের নজির মন্ডল।
যশোর ব্যুরো : যশোরের ঝিকরগাছায় ইয়াকুব আলী নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ব্যাংদাহ বাসস্ট্যান্ডে কপোতাক্ষ নদের তীর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ইয়াকুব ব্যাংদাহ গ্রামের তাকবিল হোসেনের ছেলে। ইয়াকুবের মাথা ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন ইয়াকুব। এরপর তার সঙ্গে পরিবারের লোকজন আর যোগাযোগ করতে পারেনি। ইয়াকুব পেশায় একজন গরু ব্যবসায়ী।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ঈশ্বরগঞ্জে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বড়হিত ইউনিয়নের বড় ডাংরী গ্রামের নিজ বাড়ি থেকে কামরুন্নাহার ওরফে আনোয়ারা বেগমের লাশ উদ্ধার করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঝিনাইদহ ঝিকরগাছা ও ঈশ্বরগঞ্জে ৩ লাশ উদ্ধার
ঝিনাইদহ, যশোরের ঝিকরগাছা ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার এসব লাশ উদ্ধার করা হয়। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার বুড়া গ্রামের একটি পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। নিহত ব্যক্তি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার বাঘাছড়া গ্রামের নজির মন্ডল।
যশোর ব্যুরো : যশোরের ঝিকরগাছায় ইয়াকুব আলী নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ব্যাংদাহ বাসস্ট্যান্ডে কপোতাক্ষ নদের তীর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ইয়াকুব ব্যাংদাহ গ্রামের তাকবিল হোসেনের ছেলে। ইয়াকুবের মাথা ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন ইয়াকুব। এরপর তার সঙ্গে পরিবারের লোকজন আর যোগাযোগ করতে পারেনি। ইয়াকুব পেশায় একজন গরু ব্যবসায়ী।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ঈশ্বরগঞ্জে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বড়হিত ইউনিয়নের বড় ডাংরী গ্রামের নিজ বাড়ি থেকে কামরুন্নাহার ওরফে আনোয়ারা বেগমের লাশ উদ্ধার করা হয়।