গৌরীপুরে ভিজিডির চাল আত্মসাতের ঘটনার সত্যতা মিলেছে
যুগান্তরে সংবাদ প্রকাশ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
দুস্থ মহিলা উন্নয়ন (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) প্রকল্পের ‘গৌরীপুরে ভিজিডির চাল না পেয়ে বিক্ষোভ’ শিরোনামে দৈনিক যুগান্তরে গত ২০ ডিসেম্বর প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অনুসন্ধানে সত্যতার প্রমাণ পেয়েছে। বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ। তিনি জানান, দৈনিক যুগান্তরসহ একাধিক পত্রিকায় চাল আত্মসাতের ঘটনায় সংবাদ প্রকাশিত হয়। সুবিধাভোগীদের অভিযোগ ও প্রকাশিত সংবাদের প্ররিপ্রেক্ষিতে তদন্তে ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন দায়িত্বকালীন সময়ে ২০২১ সালের সেপ্টেম্বর ও অক্টোবর দু’মাসের চাল আত্মসাতের প্রমাণ মিলেছে। তিনি আরও জানান, এ ঘটনার পরিপ্রেক্ষিতে দু’মাসের ১৬ হাজার ৯২০ কেজি ভিজিডির চাল, যার বাজারমূল্য ৮ লাখ ১২ হাজার ১৬০ টাকা আত্মসাতের ঘটনায় ১২ জানুয়ারি গৌরীপুর থানায় অভিযোগ করা হয়েছে। তদারকির দায়িত্বে নিয়োজিত ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সেপ্টেম্বর ও অক্টোবর এ দু’মাসের চাল বিতরণের বিষয়টি আমারও জানা নেই। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ ঘটনায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ অভিযোগ করেছেন। তদন্ত কার্যক্রম চলছে। এখনো মামলা হয়নি। এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, সচিব নভেম্বর-ডিসেম্বর দু’মাসের চাল উত্তোলন করে বিতরণ করছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যুগান্তরে সংবাদ প্রকাশ
গৌরীপুরে ভিজিডির চাল আত্মসাতের ঘটনার সত্যতা মিলেছে
দুস্থ মহিলা উন্নয়ন (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) প্রকল্পের ‘গৌরীপুরে ভিজিডির চাল না পেয়ে বিক্ষোভ’ শিরোনামে দৈনিক যুগান্তরে গত ২০ ডিসেম্বর প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অনুসন্ধানে সত্যতার প্রমাণ পেয়েছে। বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ। তিনি জানান, দৈনিক যুগান্তরসহ একাধিক পত্রিকায় চাল আত্মসাতের ঘটনায় সংবাদ প্রকাশিত হয়। সুবিধাভোগীদের অভিযোগ ও প্রকাশিত সংবাদের প্ররিপ্রেক্ষিতে তদন্তে ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন দায়িত্বকালীন সময়ে ২০২১ সালের সেপ্টেম্বর ও অক্টোবর দু’মাসের চাল আত্মসাতের প্রমাণ মিলেছে। তিনি আরও জানান, এ ঘটনার পরিপ্রেক্ষিতে দু’মাসের ১৬ হাজার ৯২০ কেজি ভিজিডির চাল, যার বাজারমূল্য ৮ লাখ ১২ হাজার ১৬০ টাকা আত্মসাতের ঘটনায় ১২ জানুয়ারি গৌরীপুর থানায় অভিযোগ করা হয়েছে। তদারকির দায়িত্বে নিয়োজিত ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সেপ্টেম্বর ও অক্টোবর এ দু’মাসের চাল বিতরণের বিষয়টি আমারও জানা নেই। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ ঘটনায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ অভিযোগ করেছেন। তদন্ত কার্যক্রম চলছে। এখনো মামলা হয়নি। এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, সচিব নভেম্বর-ডিসেম্বর দু’মাসের চাল উত্তোলন করে বিতরণ করছেন।