বদলির আদেশ পেয়ে লোহার গেট বিক্রি করলেন কর্মকর্তা
নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদসংলগ্ন পশ্চিম পার্শ্বের লোহার গেট বিক্রি করে দিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলে বারী। কোনো ধরনের টেন্ডার ছাড়া এমনকি বিক্রির টাকা হাসপাতাল কোষাগারে জমা না দিয়ে তা নিজেই আত্মসাৎ করেছেন। তার বদলির আদেশ হয়েছে। অচিরেই চলে যাবেন অন্যত্র। হাসপাতাল সূত্র জানান, হাসপাতালের সামনের প্রধান সড়ক সংস্কার ও উঁচু করার কাজ চলছে। এ ব্যাপারে কর্মকর্তাকে জানান, ‘আমার বদলির আদেশ হয়েছে। এখন কথা বলব না বলে ফোন কেটে দেন।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স
বদলির আদেশ পেয়ে লোহার গেট বিক্রি করলেন কর্মকর্তা
পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদসংলগ্ন পশ্চিম পার্শ্বের লোহার গেট বিক্রি করে দিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলে বারী। কোনো ধরনের টেন্ডার ছাড়া এমনকি বিক্রির টাকা হাসপাতাল কোষাগারে জমা না দিয়ে তা নিজেই আত্মসাৎ করেছেন। তার বদলির আদেশ হয়েছে। অচিরেই চলে যাবেন অন্যত্র। হাসপাতাল সূত্র জানান, হাসপাতালের সামনের প্রধান সড়ক সংস্কার ও উঁচু করার কাজ চলছে। এ ব্যাপারে কর্মকর্তাকে জানান, ‘আমার বদলির আদেশ হয়েছে। এখন কথা বলব না বলে ফোন কেটে দেন।’