জামালপুরে হাজতির মৃত্যু
জামালপুর জেলা কারাগারের শাকিল মাহমুদ জিসান নামে হাজতি আসামির মৃত্যু হয়েছে। শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জিসান জামালপুর শহরের কাচারীপাড়ার মৃত জসিম উদ্দিন জসির ছেলে। ওই কারাগারের জেলার আবু ফাত্তাহ জানান, ৯ ডিসেম্বর মাদক মামলায় জিসানকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে সোপর্দ করলে জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়। জিসান গত বুধবার অসুস্থ হয়ে পড়লে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জামালপুরে হাজতির মৃত্যু
জামালপুর জেলা কারাগারের শাকিল মাহমুদ জিসান নামে হাজতি আসামির মৃত্যু হয়েছে। শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জিসান জামালপুর শহরের কাচারীপাড়ার মৃত জসিম উদ্দিন জসির ছেলে। ওই কারাগারের জেলার আবু ফাত্তাহ জানান, ৯ ডিসেম্বর মাদক মামলায় জিসানকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে সোপর্দ করলে জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়। জিসান গত বুধবার অসুস্থ হয়ে পড়লে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।