ভৈরবে যুব সংঘের নেতা ছুরিকাহত
মাদক ব্যবসায় বাধা
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভৈরবে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন নবজাগরণ কলেজপাড়া যুব সংঘের সভাপতি আসিফুল হক আসিফ। তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসিফুল উপজেলা পরিষদ কমপ্লেক্স সড়ক এলাকার আজিজুল হকের ছেলে। এ ঘটনায় রোববার আসিফের ভাই বাদী হয়ে থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তারা হলেন, তপু, নবী হোসেন, কালাম মিয়া, মো. হৃদয় ও মামুন মিয়া। জানা যায়, ভৈরবপুর উত্তরপাড়ার বাসিন্দা তপু সরকার এলাকায় মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত।
হাজী আসমত কলেজপাড়া এলাকায় ইদানীং মাদক সেবন ও বিক্রি বেড়েছে। তপু একটি মাদক চক্রের নেতৃত্বে আছেন। আসিফুল হক স্থানীয় একটি সংগঠনের মাধ্যমে মাদক সেবন ও ব্যবসার প্রতিবাদ করে আসছিলেন। এতে মাদক ব্যবসায়ী তপু ক্ষুব্ধ হয়ে শনিবার রাতে আসিফুল হককে ছুরিকাঘাত করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাদক ব্যবসায় বাধা
ভৈরবে যুব সংঘের নেতা ছুরিকাহত
ভৈরবে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন নবজাগরণ কলেজপাড়া যুব সংঘের সভাপতি আসিফুল হক আসিফ। তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসিফুল উপজেলা পরিষদ কমপ্লেক্স সড়ক এলাকার আজিজুল হকের ছেলে। এ ঘটনায় রোববার আসিফের ভাই বাদী হয়ে থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তারা হলেন, তপু, নবী হোসেন, কালাম মিয়া, মো. হৃদয় ও মামুন মিয়া। জানা যায়, ভৈরবপুর উত্তরপাড়ার বাসিন্দা তপু সরকার এলাকায় মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত।
হাজী আসমত কলেজপাড়া এলাকায় ইদানীং মাদক সেবন ও বিক্রি বেড়েছে। তপু একটি মাদক চক্রের নেতৃত্বে আছেন। আসিফুল হক স্থানীয় একটি সংগঠনের মাধ্যমে মাদক সেবন ও ব্যবসার প্রতিবাদ করে আসছিলেন। এতে মাদক ব্যবসায়ী তপু ক্ষুব্ধ হয়ে শনিবার রাতে আসিফুল হককে ছুরিকাঘাত করে।