আমতলীতে ছাত্রলীগ নেতার পা ভেঙে দিয়েছে চাচাতো ভাই
আমতলী (বরগুনা) প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
পারিবারিক বিরোধের জের ধরে আমতলীর চাওড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মো. নয়ন মাতুব্বরের পা ভেঙে দিয়েছে চাচাতো ভাই জুয়েল মাতুব্বর ও তার সহযোগীরা। গুরুতর আহত নয়নকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমতলী পৌর শহরের হাসপাতাল সংলগ্ন ওয়ালটন শোরুমের পাশে রোববার রাতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, মো. নয়ন মাতুব্বরের সঙ্গে পাতাকাটা গ্রামের তার চাচাতো ভাই মো. জুয়েল মাতুব্বরের পারিবারিক বিরোধ চলে আসছিল। রোববার রাতে নয়ন তার এক আত্মীয়কে দেখতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। ওই সময় তাকে আব্দুল্লাহ নামের এক লোক ডেকে হাসপাতাল সংলগ্ন ওয়ালটন শোরুমের পাশে নিয়ে ৮-১০ জন মিলে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে বাম পা ভেঙে দেয় এবং রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমতলীতে ছাত্রলীগ নেতার পা ভেঙে দিয়েছে চাচাতো ভাই
পারিবারিক বিরোধের জের ধরে আমতলীর চাওড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মো. নয়ন মাতুব্বরের পা ভেঙে দিয়েছে চাচাতো ভাই জুয়েল মাতুব্বর ও তার সহযোগীরা। গুরুতর আহত নয়নকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমতলী পৌর শহরের হাসপাতাল সংলগ্ন ওয়ালটন শোরুমের পাশে রোববার রাতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, মো. নয়ন মাতুব্বরের সঙ্গে পাতাকাটা গ্রামের তার চাচাতো ভাই মো. জুয়েল মাতুব্বরের পারিবারিক বিরোধ চলে আসছিল। রোববার রাতে নয়ন তার এক আত্মীয়কে দেখতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। ওই সময় তাকে আব্দুল্লাহ নামের এক লোক ডেকে হাসপাতাল সংলগ্ন ওয়ালটন শোরুমের পাশে নিয়ে ৮-১০ জন মিলে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে বাম পা ভেঙে দেয় এবং রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।