খুলনায় ট্রিপল মার্ডারের আসামিদের জামিন বাতিল দাবি
খুলনা ব্যুরো
২৬ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
নগরীর খানজাহান আলী থানার মশিয়ালীতে আলোচিত ট্রিপল মার্ডার মামলার আসামি মিলটন, জাকারিয়া, জাফরিনসহ খুনি সন্ত্রাসীরা আদালত থেকে জামিনে এসে এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে। এ কারণে তাদের জামিন বাতিলের দাবিতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন মশিয়ালী সন্ত্রাস নির্মূল কমিটি। লিখিত বক্তব্য পাঠ করেন ট্রিপল মার্ডার হওয়া পরিবারের পক্ষে মাসুম বিল্লাহ। তিনি অভিযোগ করেন, ২০২০ সালের ১৬ জুলাই মুজিবর নামে এক ব্যক্তিকে অস্ত্র দিয়ে পুলিশের কাছে তুলে দেয় মশিয়ালী গ্রামের জাফরিন, জাকারিয়া ও মিল্টন। খবর পেয়ে গ্রামবাসী জাফরিনের বাড়ির কাছে পৌঁছানো মাত্রই তাদের নেতৃতে ২০-২৫ জনের দুর্বত্ত গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপ করে। ঘটনাস্থলে মারা যান আলিম জুট মিলের শ্রমিক নজরুল ইসলাম (৬০) ও রাজমিস্ত্রির হেলপার গোলাম রসুল (৩০)। হাসপাতালে মারা যান কলেজছাত্র সাইফুল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
খুলনায় ট্রিপল মার্ডারের আসামিদের জামিন বাতিল দাবি
নগরীর খানজাহান আলী থানার মশিয়ালীতে আলোচিত ট্রিপল মার্ডার মামলার আসামি মিলটন, জাকারিয়া, জাফরিনসহ খুনি সন্ত্রাসীরা আদালত থেকে জামিনে এসে এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে। এ কারণে তাদের জামিন বাতিলের দাবিতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন মশিয়ালী সন্ত্রাস নির্মূল কমিটি। লিখিত বক্তব্য পাঠ করেন ট্রিপল মার্ডার হওয়া পরিবারের পক্ষে মাসুম বিল্লাহ। তিনি অভিযোগ করেন, ২০২০ সালের ১৬ জুলাই মুজিবর নামে এক ব্যক্তিকে অস্ত্র দিয়ে পুলিশের কাছে তুলে দেয় মশিয়ালী গ্রামের জাফরিন, জাকারিয়া ও মিল্টন। খবর পেয়ে গ্রামবাসী জাফরিনের বাড়ির কাছে পৌঁছানো মাত্রই তাদের নেতৃতে ২০-২৫ জনের দুর্বত্ত গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপ করে। ঘটনাস্থলে মারা যান আলিম জুট মিলের শ্রমিক নজরুল ইসলাম (৬০) ও রাজমিস্ত্রির হেলপার গোলাম রসুল (৩০)। হাসপাতালে মারা যান কলেজছাত্র সাইফুল।