বেতাগী শ্রীমঙ্গলে উচ্ছেদ অভিযান
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) ও বেতাগী (বরগুনা) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
যানজট নিরসন ও সড়ক প্রশস্তকরণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃক পোস্ট অফিস সড়কের ১৬টি স্থাপনা উচ্ছেদ করে মঙ্গবার সকালে।
জানা যায়, দীর্ঘদিন ধরে এ সড়কের জায়গা দখল করে কতিপয় ব্যবসায়ী দোকান নির্মাণ করে কাপড়ের ব্যবসা করে আসছিল। সড়কের জায়গা ছেড়ে দিতে শ্রীমঙ্গল পৌরসভা থেকে এসব ব্যবসায়ীদের এর আগে কয়েক দফা নোটিশ দিলেও তারা স্থাপনা সরিয়ে না নেয়ায় মঙ্গলবার সকালে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সচিব মাহবুব আলম পাটোয়ারীসহ অন্যান্য কর্মকর্তারা সড়ক দখলমুক্ত করার উদ্যোগ নেয়। এ সময় তারা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন। পরে ব্যবসায়ীরা তাদের স্থাপনা নিজ নিজ দায়িত্বে সরিয়ে নিতে রাজি হয়।
এদিকে বরগুনার বেতাগীতে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহৃদ সালেহীনের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। গত তিন ধরে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। সরজমিনে দেখা গেছে, উপজেলার কাউনিয়া বাজারে রোববার, সোমবার ও মঙ্গলবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বেতাগী শ্রীমঙ্গলে উচ্ছেদ অভিযান
যানজট নিরসন ও সড়ক প্রশস্তকরণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃক পোস্ট অফিস সড়কের ১৬টি স্থাপনা উচ্ছেদ করে মঙ্গবার সকালে।
জানা যায়, দীর্ঘদিন ধরে এ সড়কের জায়গা দখল করে কতিপয় ব্যবসায়ী দোকান নির্মাণ করে কাপড়ের ব্যবসা করে আসছিল। সড়কের জায়গা ছেড়ে দিতে শ্রীমঙ্গল পৌরসভা থেকে এসব ব্যবসায়ীদের এর আগে কয়েক দফা নোটিশ দিলেও তারা স্থাপনা সরিয়ে না নেয়ায় মঙ্গলবার সকালে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সচিব মাহবুব আলম পাটোয়ারীসহ অন্যান্য কর্মকর্তারা সড়ক দখলমুক্ত করার উদ্যোগ নেয়। এ সময় তারা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন। পরে ব্যবসায়ীরা তাদের স্থাপনা নিজ নিজ দায়িত্বে সরিয়ে নিতে রাজি হয়।
এদিকে বরগুনার বেতাগীতে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহৃদ সালেহীনের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। গত তিন ধরে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। সরজমিনে দেখা গেছে, উপজেলার কাউনিয়া বাজারে রোববার, সোমবার ও মঙ্গলবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।