রাজৈরে নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ
jugantor
রাজৈরে নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

  টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি  

২৬ জানুয়ারি ২০২২, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নৌকার সমর্থকরা। টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের স্লুইচগেট এলাকায় ওই অবরোধের ঘটনা ঘটে। জানা যায়, সোমবার গভীর রাতে আওয়ামী লীগ মনোনীত রেজাউল করিম শাহিন চৌধুরীর নৌকা প্রতীকটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাদ্দাম হোসেন জানান, আনারস প্রতীকের প্রার্থী মহাসিন মিয়ার লোকজন আমাদের নৌকা প্রতীকটি পুড়িয়ে দিয়েছে। আমরা এর যথাযথ বিচার চাই। আনারস প্রতীকের প্রার্থী মহাসিন মিয়া জানান, আমার আনারসের জোয়ার দেখে ভীত হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে। তদন্ত সাপেক্ষে আমিও এই ঘটনার বিচার দাবি করছি।

রাজৈরে নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

 টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি 
২৬ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নৌকার সমর্থকরা। টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের স্লুইচগেট এলাকায় ওই অবরোধের ঘটনা ঘটে। জানা যায়, সোমবার গভীর রাতে আওয়ামী লীগ মনোনীত রেজাউল করিম শাহিন চৌধুরীর নৌকা প্রতীকটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাদ্দাম হোসেন জানান, আনারস প্রতীকের প্রার্থী মহাসিন মিয়ার লোকজন আমাদের নৌকা প্রতীকটি পুড়িয়ে দিয়েছে। আমরা এর যথাযথ বিচার চাই। আনারস প্রতীকের প্রার্থী মহাসিন মিয়া জানান, আমার আনারসের জোয়ার দেখে ভীত হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে। তদন্ত সাপেক্ষে আমিও এই ঘটনার বিচার দাবি করছি।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন