রাজৈরে নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নৌকার সমর্থকরা। টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের স্লুইচগেট এলাকায় ওই অবরোধের ঘটনা ঘটে। জানা যায়, সোমবার গভীর রাতে আওয়ামী লীগ মনোনীত রেজাউল করিম শাহিন চৌধুরীর নৌকা প্রতীকটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাদ্দাম হোসেন জানান, আনারস প্রতীকের প্রার্থী মহাসিন মিয়ার লোকজন আমাদের নৌকা প্রতীকটি পুড়িয়ে দিয়েছে। আমরা এর যথাযথ বিচার চাই। আনারস প্রতীকের প্রার্থী মহাসিন মিয়া জানান, আমার আনারসের জোয়ার দেখে ভীত হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে। তদন্ত সাপেক্ষে আমিও এই ঘটনার বিচার দাবি করছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজৈরে নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ
রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নৌকার সমর্থকরা। টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের স্লুইচগেট এলাকায় ওই অবরোধের ঘটনা ঘটে। জানা যায়, সোমবার গভীর রাতে আওয়ামী লীগ মনোনীত রেজাউল করিম শাহিন চৌধুরীর নৌকা প্রতীকটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাদ্দাম হোসেন জানান, আনারস প্রতীকের প্রার্থী মহাসিন মিয়ার লোকজন আমাদের নৌকা প্রতীকটি পুড়িয়ে দিয়েছে। আমরা এর যথাযথ বিচার চাই। আনারস প্রতীকের প্রার্থী মহাসিন মিয়া জানান, আমার আনারসের জোয়ার দেখে ভীত হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে। তদন্ত সাপেক্ষে আমিও এই ঘটনার বিচার দাবি করছি।