খুলনায় ছাত্রাবাস থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
খুলনা ব্যুরো
২৭ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
মহানগরীর দৌলতপুর থানা এলাকার ছাত্রাবাসের পাশের পরিত্যক্ত রুম থেকে পুলিশ একটি রিভলবার, ১৭ রাউন্ড গুলি ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে। গতকাল বুধবার দুপুর পৌনে ২টার দিকে নগরীর পাবলার বণিকপাড়া থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, পাবলা বণিকপাড়া মৌচাক টাওয়ার সংলগ্ন সূর্য ছাত্রাবাসের পাশে পরিত্যক্ত রুম থেকে কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় পুলিশ সেখান থেকে একটি অচল রিভলবার, ১১ রাউন্ড ড্যাম গুলি ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে। রিভলবারটি অনেক পুরোনো, মরিচা পড়েছে। ছাত্রাবাসে দুজন ছাত্র থাকে। তাদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা কিছু জানেন না বলে পুলিশকে জানায়। তবে ওই ছাত্রাবাসের আশপাশে এলাকার কিছু বখাটে যুবকের আড্ডা আছে। এটি মনে হয় তাদের কাজ। তবে এ অস্ত্রগুলোর মূল মালিক কে তা জানার জন্য অভিযান চালানো হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
খুলনায় ছাত্রাবাস থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
মহানগরীর দৌলতপুর থানা এলাকার ছাত্রাবাসের পাশের পরিত্যক্ত রুম থেকে পুলিশ একটি রিভলবার, ১৭ রাউন্ড গুলি ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে। গতকাল বুধবার দুপুর পৌনে ২টার দিকে নগরীর পাবলার বণিকপাড়া থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, পাবলা বণিকপাড়া মৌচাক টাওয়ার সংলগ্ন সূর্য ছাত্রাবাসের পাশে পরিত্যক্ত রুম থেকে কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় পুলিশ সেখান থেকে একটি অচল রিভলবার, ১১ রাউন্ড ড্যাম গুলি ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে। রিভলবারটি অনেক পুরোনো, মরিচা পড়েছে। ছাত্রাবাসে দুজন ছাত্র থাকে। তাদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা কিছু জানেন না বলে পুলিশকে জানায়। তবে ওই ছাত্রাবাসের আশপাশে এলাকার কিছু বখাটে যুবকের আড্ডা আছে। এটি মনে হয় তাদের কাজ। তবে এ অস্ত্রগুলোর মূল মালিক কে তা জানার জন্য অভিযান চালানো হবে।