কালকিনিতে বরই পাড়ায় শিশুকে পিটিয়ে আহত
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাদারীপুরের কালকিনিতে বরই পাড়ার অপরাধে রবিউল হোসেন সালমান (৭) নামে এক শিশুকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিশু উপজেলার রমজানপুর এলাকার দক্ষিণ রমজানপুর গ্রামের মনির জমাদ্দানের ছেলে। বুধবার বিকালে ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, শিশু রবিউল হোসেন সালমান তার বন্ধুদের সঙ্গে একই এলাকার পার্শ্ববর্তী রাসেল তালুকদারের বাড়িতে লাঠি দিয়ে বরই পাড়তে যায়। এ সময় রবিউলের বরই পাড়া লাঠির হালকা আঘাত লাগে রাসেল তালুকদারের ভাগনি শিশু রাইনির গায়ে। এতে করে রাসেল ক্ষিপ্ত হয়ে শিশু রবিউলকে বেদম মারধর করে। পরে স্থানীয় লোকজন শিশু রবিউলকে উদ্ধার করে গৌরনদীর হাসপাতালে ভর্তি করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কালকিনিতে বরই পাড়ায় শিশুকে পিটিয়ে আহত
মাদারীপুরের কালকিনিতে বরই পাড়ার অপরাধে রবিউল হোসেন সালমান (৭) নামে এক শিশুকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিশু উপজেলার রমজানপুর এলাকার দক্ষিণ রমজানপুর গ্রামের মনির জমাদ্দানের ছেলে। বুধবার বিকালে ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, শিশু রবিউল হোসেন সালমান তার বন্ধুদের সঙ্গে একই এলাকার পার্শ্ববর্তী রাসেল তালুকদারের বাড়িতে লাঠি দিয়ে বরই পাড়তে যায়। এ সময় রবিউলের বরই পাড়া লাঠির হালকা আঘাত লাগে রাসেল তালুকদারের ভাগনি শিশু রাইনির গায়ে। এতে করে রাসেল ক্ষিপ্ত হয়ে শিশু রবিউলকে বেদম মারধর করে। পরে স্থানীয় লোকজন শিশু রবিউলকে উদ্ধার করে গৌরনদীর হাসপাতালে ভর্তি করেন।