বুড়িচংয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ
jugantor
বুড়িচংয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

  বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি  

১১ জানুয়ারি ২০১৮, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

বুড়িচং উপজেলার বাকশীমূল উত্তরপাড়া গ্রামে গৃহবধূ আসমা আক্তারকে যৌতুকের দাবিতে মঙ্গলবার স্বামী, শাশুড়ি নির্যাতন করে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ নিহত ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেকে প্রেরণ করে। এ সময় তারা গৃহবধূর শাশুড়ি ফেলোয়া বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। নিহত গৃহবধূর পিতা মো. মিলন মিয়া জানান, জেলার বাকশীমূল উত্তরপাড়া গ্রামের রুবেলের সঙ্গে আমার মেয়ে আসমা আক্তারের ৩ বছর আগে বিয়ে হয়। মঙ্গলবার রাতে যৌতকের দাবি করলে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে অপারগতা করলে স্বামী, শাশুড়ি মিলে আসমাকে নির্যাতনে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করে। আসমার বাবা মিলন মিয়া জানান, মারজি আক্তার নামে তার মেয়ের ১৮ মাসের একটি কন্যাসন্তান রয়েছে।

বুড়িচংয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

 বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি 
১১ জানুয়ারি ২০১৮, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

বুড়িচং উপজেলার বাকশীমূল উত্তরপাড়া গ্রামে গৃহবধূ আসমা আক্তারকে যৌতুকের দাবিতে মঙ্গলবার স্বামী, শাশুড়ি নির্যাতন করে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ নিহত ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেকে প্রেরণ করে। এ সময় তারা গৃহবধূর শাশুড়ি ফেলোয়া বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। নিহত গৃহবধূর পিতা মো. মিলন মিয়া জানান, জেলার বাকশীমূল উত্তরপাড়া গ্রামের রুবেলের সঙ্গে আমার মেয়ে আসমা আক্তারের ৩ বছর আগে বিয়ে হয়। মঙ্গলবার রাতে যৌতকের দাবি করলে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে অপারগতা করলে স্বামী, শাশুড়ি মিলে আসমাকে নির্যাতনে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করে। আসমার বাবা মিলন মিয়া জানান, মারজি আক্তার নামে তার মেয়ের ১৮ মাসের একটি কন্যাসন্তান রয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন