বড়াইগ্রামে নানার বাড়ি থেকে ফেরার পথে ছাত্রীকে ধর্ষণ
প্রবাসী গ্রেফতার
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
১৭ মে ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বড়াইগ্রামে নানার বাড়ি থেকে ফেরার পথে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিঙ্গাপুর প্রবাসী নাজমুল হাসান নাহিদকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নাটোর ক্যাম্প। নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে বড়াইগ্রামের মহানন্দ গাছা ডাবপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা নাহিদকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার রাতে ভিকটিম ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন। জানা যায়, শনিবার বিকালে ওই ছাত্রী নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের আজাহার হোসেনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী নাজমুল হাসান নাহিদ তাকে জোরপূর্বক রাস্তার পাশের আখের জমিতে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির কান্নার শব্দে প্রতিবেশীরা এগিয়ে এলে নাজমুল পালিয়ে যায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বড়াইগ্রামে নানার বাড়ি থেকে ফেরার পথে ছাত্রীকে ধর্ষণ
প্রবাসী গ্রেফতার
বড়াইগ্রামে নানার বাড়ি থেকে ফেরার পথে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিঙ্গাপুর প্রবাসী নাজমুল হাসান নাহিদকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নাটোর ক্যাম্প। নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে বড়াইগ্রামের মহানন্দ গাছা ডাবপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা নাহিদকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার রাতে ভিকটিম ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন। জানা যায়, শনিবার বিকালে ওই ছাত্রী নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের আজাহার হোসেনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী নাজমুল হাসান নাহিদ তাকে জোরপূর্বক রাস্তার পাশের আখের জমিতে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির কান্নার শব্দে প্রতিবেশীরা এগিয়ে এলে নাজমুল পালিয়ে যায়।