সুজানগরে বিয়ের জন্য চাপ দেওয়ায় ছাত্রীর আত্মহত্যা
সুজানগর (পাবনা) প্রতিনিধি
১৮ মে ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
পড়াশোনা বাদ দিয়ে বিয়ের জন্য চাপ দেয়ায় মা-বাবার সঙ্গে অভিমানে গলায় ফাঁস দিয়ে মিম খাতুন নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার মানিকহাট ইউনিয়নের বোনকোলা গ্রামে এ ঘটনা ঘটে। মিম ওই গ্রামের মো. হেলাল উদ্দিন খানের মেয়ে ও বোনকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। প্রধান শিক্ষক আব্দুল মান্নান খান জানান, মিম দশম শ্রেণির বিজ্ঞান শাখার মেধাবী ছাত্রী ছিল। জানা গেছে, মানিকহাট গ্রামের চাকরিজীবী ছেলের সঙ্গে মিমের বিয়ের প্রস্তাব আসে পরিবারের কাছে। মিম পড়াশোনা চালিয়ে যেতে চাইলে মা-বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমানে ফুপুর বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মিম।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সুজানগরে বিয়ের জন্য চাপ দেওয়ায় ছাত্রীর আত্মহত্যা
পড়াশোনা বাদ দিয়ে বিয়ের জন্য চাপ দেয়ায় মা-বাবার সঙ্গে অভিমানে গলায় ফাঁস দিয়ে মিম খাতুন নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার মানিকহাট ইউনিয়নের বোনকোলা গ্রামে এ ঘটনা ঘটে। মিম ওই গ্রামের মো. হেলাল উদ্দিন খানের মেয়ে ও বোনকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। প্রধান শিক্ষক আব্দুল মান্নান খান জানান, মিম দশম শ্রেণির বিজ্ঞান শাখার মেধাবী ছাত্রী ছিল। জানা গেছে, মানিকহাট গ্রামের চাকরিজীবী ছেলের সঙ্গে মিমের বিয়ের প্রস্তাব আসে পরিবারের কাছে। মিম পড়াশোনা চালিয়ে যেতে চাইলে মা-বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমানে ফুপুর বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মিম।