কাউন্সিলর নির্বাচনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জ সদর উপজেলা আ.লীগের সম্মেলন
কিশোরগঞ্জ ব্যুরো
২২ মে ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
২৫ মে অনুষ্ঠেয় কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলকে সামনে রেখে কেন্দ্রের নির্দেশ ও গঠনতন্ত্রকে উপেক্ষাসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছে দলের দুটি অংশ। দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠেয় এ সম্মেলনে পকেট কমিটি গঠন করতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে নিজস্ব লোকজনকে কাউন্সিলর মনোনীত করার অভিযোগ এ দুটি পক্ষের।
এ দুটি পক্ষের মধ্যে জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামালের নেতৃত্বে শনিবার শহরের সমবায় কমিউনিটি সেন্টারে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে এক সভায় এমন অভিযোগ তোলা হয়। এ সময় তারা এসব অনিয়ম ও স্বেচ্ছাচারিতা রোধে জেলা নেতাদের পাশাপাশি কেন্দ্রের পক্ষে কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মীর্জা আজমের হস্তক্ষেপ কামনা করেন।
এর আগে শুক্রবার একই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে সদর উপজেলার আওয়ামী লীগের অপর একটি অংশ। শহরের শহিদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কিশোরগঞ্জ সদর উপজেলা আ.লীগের সম্মেলন
কাউন্সিলর নির্বাচনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন
২৫ মে অনুষ্ঠেয় কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলকে সামনে রেখে কেন্দ্রের নির্দেশ ও গঠনতন্ত্রকে উপেক্ষাসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছে দলের দুটি অংশ। দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠেয় এ সম্মেলনে পকেট কমিটি গঠন করতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে নিজস্ব লোকজনকে কাউন্সিলর মনোনীত করার অভিযোগ এ দুটি পক্ষের।
এ দুটি পক্ষের মধ্যে জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামালের নেতৃত্বে শনিবার শহরের সমবায় কমিউনিটি সেন্টারে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে এক সভায় এমন অভিযোগ তোলা হয়। এ সময় তারা এসব অনিয়ম ও স্বেচ্ছাচারিতা রোধে জেলা নেতাদের পাশাপাশি কেন্দ্রের পক্ষে কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মীর্জা আজমের হস্তক্ষেপ কামনা করেন।
এর আগে শুক্রবার একই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে সদর উপজেলার আওয়ামী লীগের অপর একটি অংশ। শহরের শহিদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।