আ.লীগকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই: আব্দুর রহমান
আমিনপুর আ.লীগের সভাপতি ইউসুফ সম্পাদক বাবু
পাবনা ও সুজানগর প্রতিনিধি
২২ মে ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
আওয়ামী লীগের সভপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, ২০২৪ সালের জানুয়ারি স্বাধীন কমিশনের অধীনেই নির্বাচন হবে। নির্বাচনে কে এলো কি এলো না- তা দেখার বিষয় নয়। জনগণ শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান। দেশে আ.লীগকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই, যদি নিজেরা নিজেদের পরাজিত না করে। শনিবার বেড়ার আমিনপুর থানা আ.লীগের প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম রেজাউল রহিম লাল। এদিকে প্রবীণ রাজনীতিবিদ ইউসুফ আলী খানকে সভাপতি এবং বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবুকে সম্পাদক করে বিকালে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহসভাপতি ঘোষণা করা হয় এএম রফিক উল্লাহ, শাহীন চৌধুরী, সুষমা রানী সাহা এবং যুগ্ম সম্পাদক এজাজ আহমেদ সোহাগকে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আ.লীগকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই: আব্দুর রহমান
আমিনপুর আ.লীগের সভাপতি ইউসুফ সম্পাদক বাবু
আওয়ামী লীগের সভপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, ২০২৪ সালের জানুয়ারি স্বাধীন কমিশনের অধীনেই নির্বাচন হবে। নির্বাচনে কে এলো কি এলো না- তা দেখার বিষয় নয়। জনগণ শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান। দেশে আ.লীগকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই, যদি নিজেরা নিজেদের পরাজিত না করে। শনিবার বেড়ার আমিনপুর থানা আ.লীগের প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম রেজাউল রহিম লাল। এদিকে প্রবীণ রাজনীতিবিদ ইউসুফ আলী খানকে সভাপতি এবং বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবুকে সম্পাদক করে বিকালে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহসভাপতি ঘোষণা করা হয় এএম রফিক উল্লাহ, শাহীন চৌধুরী, সুষমা রানী সাহা এবং যুগ্ম সম্পাদক এজাজ আহমেদ সোহাগকে।