খেলায় হেরে বিজয়ী দলের ওপর হামলা, আহত ২০
ফরিদপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ
ফরিদপুর ব্যুরো
২২ মে ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফরিদপুরে শুক্রবার বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় হামলার ঘটনা ঘটেছে। এতে বিজয়ীদলের খেলোয়াড়সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলায় আহত খেলোয়াড়রা হলেন নুর ইসলাম, সোহান শেখ, রাসেল সিকদার, পিয়াস মোল্লা, রাব্বি শেখ, শাহাদাত হোসেন, শুভ খান, মাসুদ ও মিলন শেখ। জানা গেছে, ফরিদপুর শহরের বাখুন্ডা এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল খেলায় অংশ নেয় ডিক্রিরচর ইউনিয়ন ও কৈজুরী ইউনিয়ন একাদশ। খেলায় ডিক্রিরচর টাইব্রেকারে জিতে ফাইনালে ওঠে। খেলা শেষে ডিক্রিরচর ইউনিয়নের খেলোয়াড়দের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের দর্শক-সমর্থকরা। এ সময় তারা রড, কাঠের লাঠি দিয়ে বেদম পিটিয়ে আহত করে ডিক্রিরচর ইউনিয়নের খেলোয়াড়সহ সমর্থকদের।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফরিদপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ
খেলায় হেরে বিজয়ী দলের ওপর হামলা, আহত ২০
ফরিদপুরে শুক্রবার বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় হামলার ঘটনা ঘটেছে। এতে বিজয়ীদলের খেলোয়াড়সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলায় আহত খেলোয়াড়রা হলেন নুর ইসলাম, সোহান শেখ, রাসেল সিকদার, পিয়াস মোল্লা, রাব্বি শেখ, শাহাদাত হোসেন, শুভ খান, মাসুদ ও মিলন শেখ। জানা গেছে, ফরিদপুর শহরের বাখুন্ডা এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল খেলায় অংশ নেয় ডিক্রিরচর ইউনিয়ন ও কৈজুরী ইউনিয়ন একাদশ। খেলায় ডিক্রিরচর টাইব্রেকারে জিতে ফাইনালে ওঠে। খেলা শেষে ডিক্রিরচর ইউনিয়নের খেলোয়াড়দের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের দর্শক-সমর্থকরা। এ সময় তারা রড, কাঠের লাঠি দিয়ে বেদম পিটিয়ে আহত করে ডিক্রিরচর ইউনিয়নের খেলোয়াড়সহ সমর্থকদের।