দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন
গোলাপগঞ্জে স্কুলছাত্রের মৃত্যু
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
২৬ জুন ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
গোলাপগঞ্জের ভাদেশ্বর পশ্চিমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র রাফি আহমদের মৃত্যুর জন্য দায়ী প্রধান শিক্ষক ও নৈশপ্রহরী বিচারের দাবিতে শুক্রবার বিকালে এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। শুক্রবার বিকেলে ভাদেশ্বর মোকামবাজার এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি আলা উদ্দিন। ভাদেশ্বর আল খায়ের ইসলামি পরিষদের সভাপতি হাফিজ মো. তোফায়েলের পরিচালনায় এতে বক্তব্য দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য ও নিহত শিক্ষার্থী রাফির চাচা সহির উদ্দিন শরিফ, মোকাম বাজার বণিক সমিতির সভাপতি কাজী রাজু আহমদ প্রমুখ। ফুটবল খেলে শিক্ষার্থীরা শরীরে লেগে থাকা কাদা স্কুলের ট্যাপে পরিষ্কার করতে না দিয়ে, নদী ও পুকুরে পরিষ্কার করার কথা বলা হয়। নদীতে পরিষ্কার করতে গিয়ে নদীর পানিতে ডুবে মারা যায় রাফি। রাফির চাচা সহির উদ্দিন শরিফ শনিবার যুগান্তরকে বলেন, স্কুলের প্রধান শিক্ষক অনাথ বন্ধু দাস ও নৈশপ্রহরী আকবর আলী ঘটনার পর থেকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গোলাপগঞ্জে স্কুলছাত্রের মৃত্যু
দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন
গোলাপগঞ্জের ভাদেশ্বর পশ্চিমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র রাফি আহমদের মৃত্যুর জন্য দায়ী প্রধান শিক্ষক ও নৈশপ্রহরী বিচারের দাবিতে শুক্রবার বিকালে এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। শুক্রবার বিকেলে ভাদেশ্বর মোকামবাজার এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি আলা উদ্দিন। ভাদেশ্বর আল খায়ের ইসলামি পরিষদের সভাপতি হাফিজ মো. তোফায়েলের পরিচালনায় এতে বক্তব্য দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য ও নিহত শিক্ষার্থী রাফির চাচা সহির উদ্দিন শরিফ, মোকাম বাজার বণিক সমিতির সভাপতি কাজী রাজু আহমদ প্রমুখ। ফুটবল খেলে শিক্ষার্থীরা শরীরে লেগে থাকা কাদা স্কুলের ট্যাপে পরিষ্কার করতে না দিয়ে, নদী ও পুকুরে পরিষ্কার করার কথা বলা হয়। নদীতে পরিষ্কার করতে গিয়ে নদীর পানিতে ডুবে মারা যায় রাফি। রাফির চাচা সহির উদ্দিন শরিফ শনিবার যুগান্তরকে বলেন, স্কুলের প্রধান শিক্ষক অনাথ বন্ধু দাস ও নৈশপ্রহরী আকবর আলী ঘটনার পর থেকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন।