দোয়ারাবাজারে সুরমার ভাঙনের মুখে মসজিদসহ ঘরবাড়ি
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
২৬ জুন ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী সুরমার ভাঙনে যেকোনো মুহূর্তে নদীগর্ভে তলিয়ে যেতে পারে তার বসতভিটাসহ গ্রামের মসজিদ ও অনেকের ঘরবাড়ি। শনিবার দোয়ারাবাজারে বিভিন্ন স্থানে সুরমা নদীরভাঙন এলাকা পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম বলেন, আগামী উপজেলা সমন্বয় সভায় আমি বিষয়টি উত্থাপন করব যাতে জালালপুর গ্রাম ও কাটাখালী মিতালী পাবলিক উচ্চবিদ্যালয়কে নদী ড্রেজিংয়ের আওতায় অন্তর্ভুক্ত করা হয়। প্রয়োজনে এব্যাপারে স্থানীয় সংসদ-সদস্য মুহিবুর রহমান মানিক ও অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীকের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দোয়ারাবাজারে সুরমার ভাঙনের মুখে মসজিদসহ ঘরবাড়ি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী সুরমার ভাঙনে যেকোনো মুহূর্তে নদীগর্ভে তলিয়ে যেতে পারে তার বসতভিটাসহ গ্রামের মসজিদ ও অনেকের ঘরবাড়ি। শনিবার দোয়ারাবাজারে বিভিন্ন স্থানে সুরমা নদীরভাঙন এলাকা পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম বলেন, আগামী উপজেলা সমন্বয় সভায় আমি বিষয়টি উত্থাপন করব যাতে জালালপুর গ্রাম ও কাটাখালী মিতালী পাবলিক উচ্চবিদ্যালয়কে নদী ড্রেজিংয়ের আওতায় অন্তর্ভুক্ত করা হয়। প্রয়োজনে এব্যাপারে স্থানীয় সংসদ-সদস্য মুহিবুর রহমান মানিক ও অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীকের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।