নেত্রকোনায় স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দ্বিতীয় বিয়ে
নেত্রকোনা প্রতিনিধি
০২ জুলাই ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে তাড়িয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে এসএম এমরান (৩০) নামের এক সহকারী প্রোগ্রামার কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত এসএম এমরান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন নেত্রকোনার মদন উপজেলা সহকারী প্রোগ্রামার কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চান্দের বাগ গ্রামের আফসার উদ্দিনের ছেলে। লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত ২০১৭ সালের ১৪ আগস্ট তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তান রয়েছে। এমরান প্রথম স্ত্রীর কথা গোপন রেখে গত ৬ জুন রংপুর এলাকার তাসফিয়া তানজিন (২৭) নামের এক নারীকে বিয়ে করেন। গত এক সপ্তাহে আগে সুমাইয়া বিষয়টি জানতে পেরে এমরানকে জিজ্ঞাসার একপর্যায়ে তিনি স্ত্রীকে বেধরক মারধর করে সন্তানসহ তাড়িয়ে দেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নেত্রকোনায় স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দ্বিতীয় বিয়ে
যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে তাড়িয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে এসএম এমরান (৩০) নামের এক সহকারী প্রোগ্রামার কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত এসএম এমরান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন নেত্রকোনার মদন উপজেলা সহকারী প্রোগ্রামার কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চান্দের বাগ গ্রামের আফসার উদ্দিনের ছেলে। লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত ২০১৭ সালের ১৪ আগস্ট তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তান রয়েছে। এমরান প্রথম স্ত্রীর কথা গোপন রেখে গত ৬ জুন রংপুর এলাকার তাসফিয়া তানজিন (২৭) নামের এক নারীকে বিয়ে করেন। গত এক সপ্তাহে আগে সুমাইয়া বিষয়টি জানতে পেরে এমরানকে জিজ্ঞাসার একপর্যায়ে তিনি স্ত্রীকে বেধরক মারধর করে সন্তানসহ তাড়িয়ে দেন।