রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাঙ্গুনিয়ায় কুসুম আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার পোমরা ইউনিয়নের আছুয়াপাড়া এলাকায়। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। কুসুম আক্তার ওই এলাকার প্রবাসী মো. মিজানের স্ত্রী। মৃত কুসুমের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে শ্বশুরবাড়ির লোকজন বলছেন, কুসুম ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, কুসুম পোমরা ইউনিয়নের হাজারীখিল এলাকার মতিউর রহমানের মেয়ে। তিন বছর আগে তার বিয়ে হয়েছিল। বিয়ের কয়েক মাস পর স্বামী বিদেশ চলে যাওয়ার পর গত ৩০ জুলাই দেশে আসেন। এর পাঁচ দিন পর কুসুম আক্তারের রহস্যজনক মৃত্যু হয়। কুসুমের বড় বোন রুজি আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার বোনের স্বামীর সঙ্গে অন্য কারোর অবৈধ সম্পর্ক রয়েছে। সেটি বোন জানতে পেরে জিজ্ঞেস করলে স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়। তারা দুজন মিলে আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছেন। বিয়ের পর থেকে আমার বোনকে শান্তি দেননি তারা।’ স্বামী মো. মিজান বলেন, ‘সকালে নাস্তা করে ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই শুনি কুসুম নিজ কক্ষের দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। আমি দ্রুত ঘরে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার সঙ্গে তার কোনো সমস্যা ছিল না। তুচ্ছ বিষয়ে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। তবে তিনি কেন আত্মহত্যা করেছেন বুঝতে পারছি না।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিনা তাবাসসুম বলেন, বেলা সোয়া ১১টার দিকে কুসুম আক্তারকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। তবে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
রাঙ্গুনিয়ায় কুসুম আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার পোমরা ইউনিয়নের আছুয়াপাড়া এলাকায়। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। কুসুম আক্তার ওই এলাকার প্রবাসী মো. মিজানের স্ত্রী। মৃত কুসুমের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে শ্বশুরবাড়ির লোকজন বলছেন, কুসুম ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, কুসুম পোমরা ইউনিয়নের হাজারীখিল এলাকার মতিউর রহমানের মেয়ে। তিন বছর আগে তার বিয়ে হয়েছিল। বিয়ের কয়েক মাস পর স্বামী বিদেশ চলে যাওয়ার পর গত ৩০ জুলাই দেশে আসেন। এর পাঁচ দিন পর কুসুম আক্তারের রহস্যজনক মৃত্যু হয়। কুসুমের বড় বোন রুজি আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার বোনের স্বামীর সঙ্গে অন্য কারোর অবৈধ সম্পর্ক রয়েছে। সেটি বোন জানতে পেরে জিজ্ঞেস করলে স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়। তারা দুজন মিলে আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছেন। বিয়ের পর থেকে আমার বোনকে শান্তি দেননি তারা।’ স্বামী মো. মিজান বলেন, ‘সকালে নাস্তা করে ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই শুনি কুসুম নিজ কক্ষের দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। আমি দ্রুত ঘরে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার সঙ্গে তার কোনো সমস্যা ছিল না। তুচ্ছ বিষয়ে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। তবে তিনি কেন আত্মহত্যা করেছেন বুঝতে পারছি না।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিনা তাবাসসুম বলেন, বেলা সোয়া ১১টার দিকে কুসুম আক্তারকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। তবে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।