দশমিনা-ঢাকা রুট

বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতি

 দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 
১৬ আগস্ট ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

দশমিনা উপজেলার সঙ্গে ঢাকা রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে পটুয়াখালী জেলা বাস মালিক সমিতি। এমন অভিযোগ বাস মালিকদের। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। এছাড়া একাধিক উপজেলার বাস চলাচলও বন্ধ রয়েছে বলে জানা গেছে। প্রতিদিন শত শত মানুষ বাস কাউন্টারে গাড়ির জন্য অপেক্ষা করে ফিরে যাচ্ছেন। কবে থেকে এসব রুটে বাস চলাচল শুরু হবে তা নির্দিষ্ট করে জানাতে পারেননি কেউ। জানা যায়, প্রতিদিন দশমিনা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে চেয়ারম্যান, মুন ও অন্তরা নামের ১৫টি বাস ছেড়ে যায় এবং সমসংখ্যক বাস ছেড়ে আসে। মো. মোশারফ নামে এক যাত্রী বলেন, তিনি জরুরি দরকারে ঢাকা যাওয়ার জন্য উপজেলার নলখোলা বাস কাউন্টারে যান। পরে জানতে পারেন কোনো বাস ছেড়ে যাবে না।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন