দশমিনা-ঢাকা রুট
বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতি
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ
দশমিনা উপজেলার সঙ্গে ঢাকা রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে পটুয়াখালী জেলা বাস মালিক সমিতি। এমন অভিযোগ বাস মালিকদের। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। এছাড়া একাধিক উপজেলার বাস চলাচলও বন্ধ রয়েছে বলে জানা গেছে। প্রতিদিন শত শত মানুষ বাস কাউন্টারে গাড়ির জন্য অপেক্ষা করে ফিরে যাচ্ছেন। কবে থেকে এসব রুটে বাস চলাচল শুরু হবে তা নির্দিষ্ট করে জানাতে পারেননি কেউ। জানা যায়, প্রতিদিন দশমিনা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে চেয়ারম্যান, মুন ও অন্তরা নামের ১৫টি বাস ছেড়ে যায় এবং সমসংখ্যক বাস ছেড়ে আসে। মো. মোশারফ নামে এক যাত্রী বলেন, তিনি জরুরি দরকারে ঢাকা যাওয়ার জন্য উপজেলার নলখোলা বাস কাউন্টারে যান। পরে জানতে পারেন কোনো বাস ছেড়ে যাবে না।
বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতি
দশমিনা-ঢাকা রুট
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
দশমিনা উপজেলার সঙ্গে ঢাকা রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে পটুয়াখালী জেলা বাস মালিক সমিতি। এমন অভিযোগ বাস মালিকদের। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। এছাড়া একাধিক উপজেলার বাস চলাচলও বন্ধ রয়েছে বলে জানা গেছে। প্রতিদিন শত শত মানুষ বাস কাউন্টারে গাড়ির জন্য অপেক্ষা করে ফিরে যাচ্ছেন। কবে থেকে এসব রুটে বাস চলাচল শুরু হবে তা নির্দিষ্ট করে জানাতে পারেননি কেউ। জানা যায়, প্রতিদিন দশমিনা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে চেয়ারম্যান, মুন ও অন্তরা নামের ১৫টি বাস ছেড়ে যায় এবং সমসংখ্যক বাস ছেড়ে আসে। মো. মোশারফ নামে এক যাত্রী বলেন, তিনি জরুরি দরকারে ঢাকা যাওয়ার জন্য উপজেলার নলখোলা বাস কাউন্টারে যান। পরে জানতে পারেন কোনো বাস ছেড়ে যাবে না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023