পাকুন্দিয়া দশমিনা ও মির্জাগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

 যুগান্তর ডেস্ক 
১৮ আগস্ট ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও পটুয়াখালীর দশমিনায় শিশুর মৃত্যু হয়েছে। পটুয়াখালীর মির্জাগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু হয়েছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর :

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে ১৯ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সাজিদ সুখিয়া ইউনিয়নের কোষাকান্দা অজহতের বাড়ির নয়ন মিয়ার ছেলে। দশমিনা ও দক্ষিণ (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনায় পানিতে ডুবে মো. কামিয়াব নামের সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী গ্রামে এ ঘটনা ঘটে। কামিয়াব ওই গ্রামের মো. নিয়াজ মোর্শেদের ছেলে।

মির্জাগঞ্জ ও দক্ষিণ (পটুয়াখালী) : মির্জাগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুস সাত্তার পাহলান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে নিহত আব্দুস সাত্তার ওই গ্রামের বাসিন্দা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন