অপশক্তি রুখে দেওয়ার প্রত্যয়

সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন মিছিল ও সমাবেশ
 যুগান্তর ডেস্ক 
১৮ আগস্ট ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

বিএনপির শাসনামলে (২০০৫ সালের ১৭ আগস্ট) সারা দেশে একযুগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে বক্তারা ন্যক্কারজনক হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান। পাশাপাশি দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার করেন। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর : যশোরে মানববন্ধনে বক্তব্য দেন সংসদ-সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মনিরুল ইসলাম মনির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু। রংপুরে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সম্পাদক রেজাউল করিম রাজু, সহসভাপতি জয়নাল আবেদীন, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সম্পাদক তুষার কান্তি মন্ডল। রাজশাহীতে মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সমাবেশ হয়েছে। বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মীর ইশতিয়াক আহমেদ লেমন প্রমুখ। জয়পুরহাটে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওযামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট। বক্তব্য দেন সংসদ-সদস্য শামসুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোমিন আহমেদ চৌধুরী জিপি। গাইবান্ধায় সমাবেশে বক্তব্য দেন সংসদ-সদস্য মাহাবুব আরা বেগম গিনি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ-সদস্য বাসন্তী চাকমা, জেলা আওয়ামী লীগের সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশুতোষ চাকমা প্রমুখ।

নাটোরে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে সমাবেশ হয়েছে। বক্তব্য দেন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জেলা মহিলা লীগের সভাপতি রত্না আহমেদ এমপি, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। কচুয়ায় সমাবেশে বক্তব্য দেন পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা যুবলীগের সম্পাদক শাহজালাল প্রধান জালাল। ফরিদগঞ্জে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে সমাবেশ হয়েছে।

বুড়িচং থানা যুবলীগের সভাপতি জিএম জাকারিয়ার সভাপতিত্বে সমাবেশ হয়েছে। পরিচালনা করেন থানা যুবলীগের সম্পাদক রেজাউল করিম। নিয়ামতপুরে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন। এনায়েতপুরে প্রতিবাদ সমাবেশে থানা আওয়ামী লীগের সম্পাদক আজগর আলী, সাবেক সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ, সহসভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু বক্তব্য দেন।

দেবিদ্বারে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে সমাবেশ হয়েছে। গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ওবায়দুল হাসান রাসেলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদক রোশন আলী মাস্টার।

তিতাসে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবুর প্রতিবাদ সমাবেশ হয়েছে। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. সাইফুল আলম মুরাদ।

সিংড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা।

রৌমারীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া আক্তার।

পীরগঞ্জে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহসভাপতি শামিমুজ্জামান জুয়েল ও শাহজাহান আলী।

কুমারখালীতে সমাবেশে সংসদ-সদস্য সেলিম আলতাফ জজ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান অরুন। চাঁদপুরে প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইউসুফ গাজী, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ও পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন। রাঙ্গুনিয়ায় পথসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বজন কুমার তালুকদার। প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. শাহজাহান সিকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার। বগুড়ায় মুজিব মঞ্চ সংগঠনের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে সমাবেশ হয়েছে। জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ রনির পরিচালনায় সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বক্তব্য দেন। সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট। চন্দনাইশে উপজেলা আ.লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ-সদস্য নজরুল ইসলাম চৌধুরী। পরিচালনা করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু। গোমস্তাপুরে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামালউদ্দিন, আলিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান। বরিশালে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সম্পাদক তালুকদার মো. ইউনুস, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন