মধুপুরে চালককে হত্যা করে অটো রিকশা ছিনতাই
জৈন্তাপুর সেনবাগ সৈয়দপুর দুপচাঁচিয়া ও সুন্দরগঞ্জে পাঁচ লাশ উদ্ধার
যুগান্তর ডেস্ক
০৫ অক্টোবর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইলের মধুপুরে অটোচালককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া সিলেটের জৈন্তাপুর, নোয়াখালীর সেনবাগ, নীলফামারীর সৈয়দপুর, বগুড়ার দুপচাঁচিয়া ও গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ও মঙ্গলবার এসব ঘটনা ঘটে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর :
টাঙ্গাইলের মধুপুরে ইয়াকুব আলী নামে এক চালককে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পরে পীরগাছা রাবার বাগান এলাকার ভবানীটেকি বাজারের আধা কিলোমিটার উত্তরে ড্রেনের মধ্যে তাকে ফেলে রাখে। গলায় রশি বাঁধা অবস্থায় সোমবার রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে। ইয়াকু ধনবাড়ী উপজেলার ভাইঘাট জমশেরপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। সিলেটের জৈন্তাপুরে সোমবার রাতে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নাজমা বেগম। তিনি রামপ্রসাদ পূর্ব গ্রামের কাতার প্রবাসী মুহিবুর রহমান বীরের স্ত্রী। নোয়াখালীর সেনবাগে মঙ্গলবার মোশারেফ হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পূর্ব ইয়ারপুর গ্রামের ফজর আলী টেন্ডল বাড়ির মৃত মোস্তফা মিয়ার ছেলে। নীলফামারীর সৈয়দপুরে গলায় ফাঁস লাগানো অবস্থায় হাবিব নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ ডাঙ্গাপাড়ার একটি মেহগনি বাগান থেকে মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। হাবিব ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বগুড়ার দুপচাঁচিয়ায় মঙ্গলবার শয়ন ঘরে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রী সানজিদা আকতারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সানজিদা গোবিন্দপুর ইউনিয়নের শেরপুর সাহাপাড়ার আবদুর রশিদের ছেলে সুমন আহম্মেদের স্ত্রী। গাইবান্ধার সুন্দরগঞ্জের পশ্চিম বৈদ্যনাথ গ্রামে মঙ্গলবার জেসমিন আকতার শাপলা নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শাপলা ওই গ্রামের তুহিন মিয়ার স্ত্রী। জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ ছিল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মধুপুরে চালককে হত্যা করে অটো রিকশা ছিনতাই
জৈন্তাপুর সেনবাগ সৈয়দপুর দুপচাঁচিয়া ও সুন্দরগঞ্জে পাঁচ লাশ উদ্ধার
টাঙ্গাইলের মধুপুরে অটোচালককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া সিলেটের জৈন্তাপুর, নোয়াখালীর সেনবাগ, নীলফামারীর সৈয়দপুর, বগুড়ার দুপচাঁচিয়া ও গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ও মঙ্গলবার এসব ঘটনা ঘটে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর :
টাঙ্গাইলের মধুপুরে ইয়াকুব আলী নামে এক চালককে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পরে পীরগাছা রাবার বাগান এলাকার ভবানীটেকি বাজারের আধা কিলোমিটার উত্তরে ড্রেনের মধ্যে তাকে ফেলে রাখে। গলায় রশি বাঁধা অবস্থায় সোমবার রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে। ইয়াকু ধনবাড়ী উপজেলার ভাইঘাট জমশেরপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। সিলেটের জৈন্তাপুরে সোমবার রাতে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নাজমা বেগম। তিনি রামপ্রসাদ পূর্ব গ্রামের কাতার প্রবাসী মুহিবুর রহমান বীরের স্ত্রী। নোয়াখালীর সেনবাগে মঙ্গলবার মোশারেফ হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পূর্ব ইয়ারপুর গ্রামের ফজর আলী টেন্ডল বাড়ির মৃত মোস্তফা মিয়ার ছেলে। নীলফামারীর সৈয়দপুরে গলায় ফাঁস লাগানো অবস্থায় হাবিব নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ ডাঙ্গাপাড়ার একটি মেহগনি বাগান থেকে মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। হাবিব ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বগুড়ার দুপচাঁচিয়ায় মঙ্গলবার শয়ন ঘরে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রী সানজিদা আকতারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সানজিদা গোবিন্দপুর ইউনিয়নের শেরপুর সাহাপাড়ার আবদুর রশিদের ছেলে সুমন আহম্মেদের স্ত্রী। গাইবান্ধার সুন্দরগঞ্জের পশ্চিম বৈদ্যনাথ গ্রামে মঙ্গলবার জেসমিন আকতার শাপলা নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শাপলা ওই গ্রামের তুহিন মিয়ার স্ত্রী। জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ ছিল।