দুই নারী ধর্ষণ

লোহাগাড়ায় আরেক আসামি গ্রেফতার

 লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি 
০৫ অক্টোবর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের লোহাগাড়ায় একই পরিবারের দুই নারীকে ধর্ষণ মামলার পলাতক আসামি মো. জালাল উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ । মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় উপজেলার চুনতি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জালাল উদ্দিন উপজেলার বড়হাতিয়ার তৈয়বের পাড়ার অধিকারী এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই ঘটনায় মামলার ১নং আসামি কায়সারকে গ্রেফতার পুলিশ। ২৯ সেপ্টেম্বর এ ঘটনায় ভুক্তভোগী লোহাগাড়া থানায় ধর্ষণকারী দুজনকে আসামি করে মামলা করেন। ২৫ সেপ্টেম্বর দুই নারীকে ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুুরুল আবচার যুগান্তরকে জানান, ২৫ সেপ্টেম্বর সংগঠিত ধর্ষণ মামলার ২নং আসামি মো. জালাল উদ্দিন লোহাগাড়ার চুনতি এলাকায় অবস্থান করছে বলে জানতে পারে র‌্যাব। র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল মঙ্গলবার ভোরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. জালাল উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন