আমতলীতে ভরণ পোষণ চাওয়ায় বৃদ্ধ বাবাকে মারধর
যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)
০১ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
আমতলীতে ভরণপোষণ চাইতে গিয়ে বুধবার ছেলে নাশিরের মারধরের শিকার হয়েছেন বাবা আবদুল হাই হাওলাদার। আবদুল হাই উপজেলার হাড়িপাড়া গ্রামের বাসিন্দা। জানা গেছে, বৃদ্ধ আব্দুল হাইকে দীর্ঘদিন ধরে ভরণপোষণ দিচ্ছে না বড় ছেলে নাশির হাওলাদার। বুধবার ছেলের কাছে ভরণপোষণ দাবি করলে বাবাকে মারধর করে নাশির। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুল হাই বলেন, ‘মুই বুড়া মানু। মোরে বড় পোলায় খাওনপরণ দেয় না। মুই খাওনপরণ চাইতে গ্যালে পোলায় মোরো মারধর হরছি। মুই এ্যাইয়ার বিচার চাই।’ নাশির হাওলাদার বাবাকে মারধরের কথা অস্বীকার করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমতলীতে ভরণ পোষণ চাওয়ায় বৃদ্ধ বাবাকে মারধর
আমতলীতে ভরণপোষণ চাইতে গিয়ে বুধবার ছেলে নাশিরের মারধরের শিকার হয়েছেন বাবা আবদুল হাই হাওলাদার। আবদুল হাই উপজেলার হাড়িপাড়া গ্রামের বাসিন্দা। জানা গেছে, বৃদ্ধ আব্দুল হাইকে দীর্ঘদিন ধরে ভরণপোষণ দিচ্ছে না বড় ছেলে নাশির হাওলাদার। বুধবার ছেলের কাছে ভরণপোষণ দাবি করলে বাবাকে মারধর করে নাশির। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুল হাই বলেন, ‘মুই বুড়া মানু। মোরে বড় পোলায় খাওনপরণ দেয় না। মুই খাওনপরণ চাইতে গ্যালে পোলায় মোরো মারধর হরছি। মুই এ্যাইয়ার বিচার চাই।’ নাশির হাওলাদার বাবাকে মারধরের কথা অস্বীকার করেন।