বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: শেখ সেলিম
গোপালগঞ্জ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, এমপি বলেছেন, বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে খুনিরা তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। ওই ষড়যন্ত্র এতই নিকৃষ্ট ও গভীর ছিল যে খুনিরা শিশু রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের ১৮ জন সদস্যকে একসঙ্গে হত্যা করে। যাতে ভবিষ্যতে আওয়ামী লীগ নামের সংগঠনটির অস্তিত্ব বিলীন হয়ে যায়।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র এখনো চলছে। ’৭১-এর পরাজিত শক্তি ও পাকিস্তানের এজেন্ট বিএনপি-জামায়াত শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের নামে সরকারকে হটাতে চায়। কিন্তু ওরা জানে না ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। স্বাধীনতাবিরোধী কোনো অপশক্তি এই বিজয়ের মাসে কোনো ষড়যন্ত্র করলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে। বুধবার গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে শেখ ফজলুল করিম সেলিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকুর সভাপতিত্বে স্থানীয় পৌরপার্কে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, এমপি, এসএম কামাল হোসেন ও যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান। সভা পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: শেখ সেলিম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, এমপি বলেছেন, বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে খুনিরা তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। ওই ষড়যন্ত্র এতই নিকৃষ্ট ও গভীর ছিল যে খুনিরা শিশু রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের ১৮ জন সদস্যকে একসঙ্গে হত্যা করে। যাতে ভবিষ্যতে আওয়ামী লীগ নামের সংগঠনটির অস্তিত্ব বিলীন হয়ে যায়।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র এখনো চলছে। ’৭১-এর পরাজিত শক্তি ও পাকিস্তানের এজেন্ট বিএনপি-জামায়াত শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের নামে সরকারকে হটাতে চায়। কিন্তু ওরা জানে না ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। স্বাধীনতাবিরোধী কোনো অপশক্তি এই বিজয়ের মাসে কোনো ষড়যন্ত্র করলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে। বুধবার গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে শেখ ফজলুল করিম সেলিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকুর সভাপতিত্বে স্থানীয় পৌরপার্কে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, এমপি, এসএম কামাল হোসেন ও যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান। সভা পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।