সরাইলে পাচারকালে চারশ বস্তা সারসহ গ্রেফতার ২

 সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
০১ ডিসেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

সরাইলে পাচারের সময় ৪০০ বস্তা মিউরেট অব পটাশ সারসহ মঙ্গলবার রাতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের বাসিন্দা মো. সাদ্দাম হোসেন ও মো. সাইফুল ইসলাম। ওসি মো. আসলাম হোসেন জানান, উপজেলার শাহবাজপুর এলাকা থেকে ৪০০ বস্তা অবৈধ মিউরেট অব পটাশ সারসহ সাদ্দাম ও সাইফুলকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন