সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক বদলি
অনিয়ম দুর্নীতির অভিযোগ
সিলেট ব্যুরো
০৬ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক একেএম মাজহারুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে বদলি করা হয়। রোববার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মাসব্য ও অর্থ) উম্মে সালমা তানজিয়া সাক্ষরিত তার বদলি সংক্রান্ত এই আদেশ জারি করা হয়। তবে মাজহারুল ইসলামকে কেন বদলি করা হয়েছে, বদলির আদেশে সে বিষয়ে কিছু উল্লেখ নেই। জানা গেছে, মাজহারুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া সম্প্রতি এক মহিলাকে লাঞ্ছিতের অভিযোগে মামলা হয়েছে মাজহারুলের বিরুদ্ধে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অনিয়ম দুর্নীতির অভিযোগ
সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক বদলি
সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক একেএম মাজহারুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে বদলি করা হয়। রোববার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মাসব্য ও অর্থ) উম্মে সালমা তানজিয়া সাক্ষরিত তার বদলি সংক্রান্ত এই আদেশ জারি করা হয়। তবে মাজহারুল ইসলামকে কেন বদলি করা হয়েছে, বদলির আদেশে সে বিষয়ে কিছু উল্লেখ নেই। জানা গেছে, মাজহারুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া সম্প্রতি এক মহিলাকে লাঞ্ছিতের অভিযোগে মামলা হয়েছে মাজহারুলের বিরুদ্ধে।