এমইউজে নির্বাচন

খোকন সভাপতি মোস্তফা সম্পাদক

 ময়মনসিংহ ব্যুরো 
০৬ ডিসেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) কার্যকরি কমিটির নির্বাচনে সভাপতি পদে আতাউল করিম খোকন এবং সম্পাদক মীর গোলাম মোস্তফা পুনঃনির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার জগদীশ চন্দ সরকার। এর আগে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৬৭ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ ছাড়াও সহসভাপতি জিয়াউদ্দিন আহমেদ এবং সহ-সাধারণ সম্পাদক পদে এমএ আজিজ, সুলতান মাহমুদ কনিক জয়ী হন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ জাহাঙ্গীর কবির জুয়েল, প্রচার সম্পাদক ইলিয়াস আহমেদ এবং কার্যকরি সদস্য পদে হারুনুর রশিদ, শরীফুজ্জামান টিটু ও বিপ্লব বসাককে নির্বাচিত ঘোষণা করা হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন