আমতলীতে বাদীর কারাদণ্ড
শোকজের জবাব সন্তোষজনক নয়
যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)
০৬ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
আদালতে মামলার সত্যতা প্রমাণিত না হওয়ায় মামলার বাদী আব্দুর রশিদকে ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সোমবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আরিফুর রহমান এ আদেশ দেন। জানা গেছে, ২০২০ সালে তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামের আব্দুর রশিদ একই গ্রামের কারি আব্দুর রাজ্জাক, সিদ্দিকুর রহমান ও আব্দুল হককে আসামি করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। তদন্ত শেষে বাদী ঘটনার সত্যতা প্রমাণ করতে পারেনি। ২৭ নভেম্বর আদালতের বিচারক ওই মামলাটি খারিজ করে মামলার বাদী আব্দুর রশিদকে আদালতে শোকজ করেন। সোমবার বাদী আদালতে উপস্থিত হয়ে শোকজের জবাব দাখিল করেন। শোকজের জবার সন্তোষজনক না হওয়ায় আদালতের বিচারক মো. আরিফুর রহমান মামলার বাদী মো. আব্দুর রশিদকে ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শোকজের জবাব সন্তোষজনক নয়
আমতলীতে বাদীর কারাদণ্ড
আদালতে মামলার সত্যতা প্রমাণিত না হওয়ায় মামলার বাদী আব্দুর রশিদকে ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সোমবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আরিফুর রহমান এ আদেশ দেন। জানা গেছে, ২০২০ সালে তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামের আব্দুর রশিদ একই গ্রামের কারি আব্দুর রাজ্জাক, সিদ্দিকুর রহমান ও আব্দুল হককে আসামি করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। তদন্ত শেষে বাদী ঘটনার সত্যতা প্রমাণ করতে পারেনি। ২৭ নভেম্বর আদালতের বিচারক ওই মামলাটি খারিজ করে মামলার বাদী আব্দুর রশিদকে আদালতে শোকজ করেন। সোমবার বাদী আদালতে উপস্থিত হয়ে শোকজের জবাব দাখিল করেন। শোকজের জবার সন্তোষজনক না হওয়ায় আদালতের বিচারক মো. আরিফুর রহমান মামলার বাদী মো. আব্দুর রশিদকে ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।