ঝালকাঠি আইনজীবী সমিতি

সভাপতি মন্নান, সম্পাদক আমিন

 ঝালকাঠি প্রতিনিধি 
২৭ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে আব্দুল মান্নান রসুল পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচনে চারজন প্রার্থীর মধ্যে বনি আমিন বাকলাই ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা আইনজীবী সমিতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকালে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রফিকুল ইসলাম আজম। বিজয়ীরা সবাই আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য।

এ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে ১৪টি পদে ১৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন সভাপতি আব্দুল মান্নান রসুল, সহসভাপতি দুইটি পদে মঞ্জুর হোসেন ও এম জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক চারটি পদে তরিকুল ইসলাম খোকন, জাকারিয়া রহমান জিহাদ, কার্ত্তিক চন্দ্র দত্ত ও মোহাম্মাদ আল আমিন ফরাজি, অর্থ সম্পাদক আব্দুল আলিম, সম্পাদক ভিজিলেন্স মাহাবুবুর রহমান তালুকদার, সম্পাদক লাইব্রেরি সঞ্জয় কুমার মিত্র, সম্পাদক ভর্তি উপপরিষদ মোহাম্মদ মোজাম্মেল হোসেন, নির্বাহী সদস্য তিনটি পদে গোলাম কিবরিয়া ঝন্টু, সঞ্জীব কুমার বিশ্বাস, সৈয়দ মোহম্মদ জাহাঙ্গীর শামিম।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন