ধামরাইয়ে জাতীয় পাটি নেতা ইসরাফিল খোকনের সাংগঠনিক সফর
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঢাকা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের অন্যতম উপদেষ্টা সাবেক সংসদ-সদস্য খান মোহাম্মদ ইসরাফিল খোকন বলেছেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আজও আমাদের মাঝে বেঁচে রয়েছেন। দেশ ও জাতির জন্য রেখে যাওয়া তার অসামান্য অবদানের কথা জতি আজও ভোলেন আর ভবিষ্যতেও কখনো ভুলবে না। তিনি উপজেলা পরিষদের প্রবর্তক ও উপজেলা শহরের রূপকার। বৃহস্পতিবার জাপা নেতা ধামরাইয়ে একঝাঁক নবীন প্রবীণ নেতাকর্মী নিয়ে দিনভর সাংগঠনিক সফর করাকালে উপজেলার ভাড়ারিয়া, মঙ্গলবাড়ী ও যাদবপুর বাজার বাসস্ট্যান্ড, বেরশ ও খাগাইল উচ্চবিদ্যালয় মাঠসহ বিভিন্ন পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন।
তাকে বিভিন্ন স্থানে জাতীয় পার্টির নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে বরণ করেন ও শুভেচ্ছা জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ধামরাইয়ে জাতীয় পাটি নেতা ইসরাফিল খোকনের সাংগঠনিক সফর
ঢাকা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের অন্যতম উপদেষ্টা সাবেক সংসদ-সদস্য খান মোহাম্মদ ইসরাফিল খোকন বলেছেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আজও আমাদের মাঝে বেঁচে রয়েছেন। দেশ ও জাতির জন্য রেখে যাওয়া তার অসামান্য অবদানের কথা জতি আজও ভোলেন আর ভবিষ্যতেও কখনো ভুলবে না। তিনি উপজেলা পরিষদের প্রবর্তক ও উপজেলা শহরের রূপকার। বৃহস্পতিবার জাপা নেতা ধামরাইয়ে একঝাঁক নবীন প্রবীণ নেতাকর্মী নিয়ে দিনভর সাংগঠনিক সফর করাকালে উপজেলার ভাড়ারিয়া, মঙ্গলবাড়ী ও যাদবপুর বাজার বাসস্ট্যান্ড, বেরশ ও খাগাইল উচ্চবিদ্যালয় মাঠসহ বিভিন্ন পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন।
তাকে বিভিন্ন স্থানে জাতীয় পার্টির নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে বরণ করেন ও শুভেচ্ছা জানান।