ক্ষেতলালে মেয়েকে গুমের পর হত্যার অভিযোগ বাবার
ক্ষেতলাল (জয়পুরহট) প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্ষেতলাল উপজেলার দামগড় গ্রামের মোকছেদ আলীর মেয়ে স্বামীর বাড়ি থেকে নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। ২১ জানুয়ারি রাত ৮টায় জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে নিখোঁজের ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ তাকে গুম বা খুন করা হয়েছে। গৃহবধূর বাবা জানান, আমার মেয়ে পারভিন আক্তারকে ৭ বছর আগে জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের ফেজু মোস্তাকিমের ছেলে সামীমের (৩৫) সঙ্গে বিয়ে দিই। তাদের একটি পুত্রসন্তান আছে। ২১ জানুয়ারি আমার এক নিকট আত্মীয় আমাকে জানায়, আপনার মেয়ে কাউকে না জানিয়ে স্বামীর বাড়ি থেকে বের হয়ে গেছেন। একথা শুনে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে মেয়েকে না পেয়ে ২২ জানুয়ারি জয়পুরহাট সদর থানায় জিডি করেছি। ২৬ জানুয়ারি আমি ও আমার পরিবারের লোকসহ জামাই সামীমের বাড়িতে গেলে আমাদের উপস্থিতি টের পেয়ে তার পরিবারের লোকজন সবাই বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে যায়। আমি এ ঘটনার বিচার চাই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ক্ষেতলালে মেয়েকে গুমের পর হত্যার অভিযোগ বাবার
ক্ষেতলাল উপজেলার দামগড় গ্রামের মোকছেদ আলীর মেয়ে স্বামীর বাড়ি থেকে নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। ২১ জানুয়ারি রাত ৮টায় জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে নিখোঁজের ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ তাকে গুম বা খুন করা হয়েছে। গৃহবধূর বাবা জানান, আমার মেয়ে পারভিন আক্তারকে ৭ বছর আগে জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের ফেজু মোস্তাকিমের ছেলে সামীমের (৩৫) সঙ্গে বিয়ে দিই। তাদের একটি পুত্রসন্তান আছে। ২১ জানুয়ারি আমার এক নিকট আত্মীয় আমাকে জানায়, আপনার মেয়ে কাউকে না জানিয়ে স্বামীর বাড়ি থেকে বের হয়ে গেছেন। একথা শুনে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে মেয়েকে না পেয়ে ২২ জানুয়ারি জয়পুরহাট সদর থানায় জিডি করেছি। ২৬ জানুয়ারি আমি ও আমার পরিবারের লোকসহ জামাই সামীমের বাড়িতে গেলে আমাদের উপস্থিতি টের পেয়ে তার পরিবারের লোকজন সবাই বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে যায়। আমি এ ঘটনার বিচার চাই।