ছাতকে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
jugantor
ছাতকে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সালিশে নিষ্পত্তির চেষ্টা

  ছাতক (সুনাগঞ্জ) প্রতিনিধি  

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

ছাতকে রুবেল আহমদ নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের সুজাত আলীর ছেলে। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ইউপি সদস্যসহ মাতব্বররা সালিশের নামে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনায় ৫ দিন হলেও আইনি সহযোগিতা থেকে বঞ্চিত রয়েছেন ভুক্তভোগী তরুণী ও তার পরিবার। জানা গেছে, গত সোমবার রুবেল আহমদ বিয়ের কথা বলে ওই তরুণীকে ডেকে নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এ সময় ওই তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রুবেল পালিয়ে যায়। জানাজানি হলে বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তি করার কথা বলে তরুণীর পরিবারকে পুলিশি সহায়তা নেওয়া থেকে বিরত রাখেন স্থানীয় ইউপি সদস্য মোজাক্কির আহমদ ও কতিপয় মাতব্বররা। পরে রুবেলকে ইউপি সদস্য মোজাক্কির আহমদের জিম্মায় দেন স্থানীয়রা। কিন্তু স্থানীয়দের অভিযোগ রুবেল আহমদকে পালিয়ে যেতে উৎসাহিত করেছেন ওই ইউপি সদস্য। ইউপি সদস্য মোজাক্কির আহমদ বলেন, বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে। ইউপি চেয়ারম্যান আবু বক্কর বলেন, রুবেল আহমদ ইউপি সদস্যের হেফাজতে পালিয়ে গেছে। সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিক জানান, অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।

ছাতকে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সালিশে নিষ্পত্তির চেষ্টা
 ছাতক (সুনাগঞ্জ) প্রতিনিধি 
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ছাতকে রুবেল আহমদ নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের সুজাত আলীর ছেলে। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ইউপি সদস্যসহ মাতব্বররা সালিশের নামে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনায় ৫ দিন হলেও আইনি সহযোগিতা থেকে বঞ্চিত রয়েছেন ভুক্তভোগী তরুণী ও তার পরিবার। জানা গেছে, গত সোমবার রুবেল আহমদ বিয়ের কথা বলে ওই তরুণীকে ডেকে নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এ সময় ওই তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রুবেল পালিয়ে যায়। জানাজানি হলে বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তি করার কথা বলে তরুণীর পরিবারকে পুলিশি সহায়তা নেওয়া থেকে বিরত রাখেন স্থানীয় ইউপি সদস্য মোজাক্কির আহমদ ও কতিপয় মাতব্বররা। পরে রুবেলকে ইউপি সদস্য মোজাক্কির আহমদের জিম্মায় দেন স্থানীয়রা। কিন্তু স্থানীয়দের অভিযোগ রুবেল আহমদকে পালিয়ে যেতে উৎসাহিত করেছেন ওই ইউপি সদস্য। ইউপি সদস্য মোজাক্কির আহমদ বলেন, বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে। ইউপি চেয়ারম্যান আবু বক্কর বলেন, রুবেল আহমদ ইউপি সদস্যের হেফাজতে পালিয়ে গেছে। সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিক জানান, অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন