দশমিনায় চুরির অপবাদে কিশোরকে কামড়ে আহত
jugantor
দশমিনায় চুরির অপবাদে কিশোরকে কামড়ে আহত

  দশমিনা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি  

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

দশমিনায় ব্যাটারি চুরির অপবাদে মো. রিফাত হাওলাদার নামে এক কিশোরকে কামড়ে ও মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। আহত রিফাতকে বাঁচাতে গেলে মারধর করে গুরুতর আহত করা হয় তার আরও দুই স্বজনকে। উপজেলার পশ্চিম আলীপুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজন দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, ওই গ্রামের কিশোর রিফাত হাওলাদারের সঙ্গে একই গ্রামের মৃত মতলেব মৃধার ছেলে মফিজুল মৃধার স্থানীয়ভাবে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।

ঘটনার দিন শুক্রবার বিকালে রিফাতকে মফিজুল একটি সোলারের ব্যাটারি চুরির অপবাদ দেন। রিফাত অপবাদের প্রতিবাদ করলে মফিজুল ৪-৫ জনকে সঙ্গে নিয়ে প্রথমে রিফাতকে কামড়ে ও পিটিয়ে আহত করেন। এ সময় তাকে বাঁচাতে এলে রিফাতের প্রতিবন্ধী ভাই রিয়াজের মাথা ফাটিয়ে ও দাদা আফতের হাওলাদারকে পিটিয়ে গুরুতর আহত করেন। থানার এসআই আবির গোলদার জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম। কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দশমিনায় চুরির অপবাদে কিশোরকে কামড়ে আহত

 দশমিনা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি 
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

দশমিনায় ব্যাটারি চুরির অপবাদে মো. রিফাত হাওলাদার নামে এক কিশোরকে কামড়ে ও মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। আহত রিফাতকে বাঁচাতে গেলে মারধর করে গুরুতর আহত করা হয় তার আরও দুই স্বজনকে। উপজেলার পশ্চিম আলীপুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজন দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, ওই গ্রামের কিশোর রিফাত হাওলাদারের সঙ্গে একই গ্রামের মৃত মতলেব মৃধার ছেলে মফিজুল মৃধার স্থানীয়ভাবে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।

ঘটনার দিন শুক্রবার বিকালে রিফাতকে মফিজুল একটি সোলারের ব্যাটারি চুরির অপবাদ দেন। রিফাত অপবাদের প্রতিবাদ করলে মফিজুল ৪-৫ জনকে সঙ্গে নিয়ে প্রথমে রিফাতকে কামড়ে ও পিটিয়ে আহত করেন। এ সময় তাকে বাঁচাতে এলে রিফাতের প্রতিবন্ধী ভাই রিয়াজের মাথা ফাটিয়ে ও দাদা আফতের হাওলাদারকে পিটিয়ে গুরুতর আহত করেন। থানার এসআই আবির গোলদার জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম। কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন