দশমিনায় চুরির অপবাদে কিশোরকে কামড়ে আহত
দশমিনা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
দশমিনায় ব্যাটারি চুরির অপবাদে মো. রিফাত হাওলাদার নামে এক কিশোরকে কামড়ে ও মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। আহত রিফাতকে বাঁচাতে গেলে মারধর করে গুরুতর আহত করা হয় তার আরও দুই স্বজনকে। উপজেলার পশ্চিম আলীপুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজন দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, ওই গ্রামের কিশোর রিফাত হাওলাদারের সঙ্গে একই গ্রামের মৃত মতলেব মৃধার ছেলে মফিজুল মৃধার স্থানীয়ভাবে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।
ঘটনার দিন শুক্রবার বিকালে রিফাতকে মফিজুল একটি সোলারের ব্যাটারি চুরির অপবাদ দেন। রিফাত অপবাদের প্রতিবাদ করলে মফিজুল ৪-৫ জনকে সঙ্গে নিয়ে প্রথমে রিফাতকে কামড়ে ও পিটিয়ে আহত করেন। এ সময় তাকে বাঁচাতে এলে রিফাতের প্রতিবন্ধী ভাই রিয়াজের মাথা ফাটিয়ে ও দাদা আফতের হাওলাদারকে পিটিয়ে গুরুতর আহত করেন। থানার এসআই আবির গোলদার জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম। কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দশমিনায় চুরির অপবাদে কিশোরকে কামড়ে আহত
দশমিনায় ব্যাটারি চুরির অপবাদে মো. রিফাত হাওলাদার নামে এক কিশোরকে কামড়ে ও মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। আহত রিফাতকে বাঁচাতে গেলে মারধর করে গুরুতর আহত করা হয় তার আরও দুই স্বজনকে। উপজেলার পশ্চিম আলীপুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজন দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, ওই গ্রামের কিশোর রিফাত হাওলাদারের সঙ্গে একই গ্রামের মৃত মতলেব মৃধার ছেলে মফিজুল মৃধার স্থানীয়ভাবে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।
ঘটনার দিন শুক্রবার বিকালে রিফাতকে মফিজুল একটি সোলারের ব্যাটারি চুরির অপবাদ দেন। রিফাত অপবাদের প্রতিবাদ করলে মফিজুল ৪-৫ জনকে সঙ্গে নিয়ে প্রথমে রিফাতকে কামড়ে ও পিটিয়ে আহত করেন। এ সময় তাকে বাঁচাতে এলে রিফাতের প্রতিবন্ধী ভাই রিয়াজের মাথা ফাটিয়ে ও দাদা আফতের হাওলাদারকে পিটিয়ে গুরুতর আহত করেন। থানার এসআই আবির গোলদার জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম। কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।