ঘাটাইলে সাগরদীঘি ইউপি

দুর্নীতির অভিযোগে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা

 ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি 
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ঘাটাইলের সাগরদীঘি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের বিরুদ্ধে নানা দুর্নীতি অনিয়ম আর প্রতারণার অভিযোগ এনে সমাবেশ হয়েছে। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার এলাকাবাসীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ওই চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-সাগরদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক জিন্নত আলী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. হামিদ, ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ওয়াজেদ আলী, আওয়ামী লীগ নেতা নুরমোহাম্মদ নুরু, জয়নাল কাজী, সেকান্দর আলী, মোবারক হোসেন, আক্কাস আলী প্রমুখ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন