কালিয়া ও ভৈরবে সংঘর্ষে পুলিশসহ আহত ২২
jugantor
কালিয়া ও ভৈরবে সংঘর্ষে পুলিশসহ আহত ২২

  নড়াইল ও ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি  

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

নড়াইলে কালিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার তেলীডাঙ্গা গ্রামের আহাদুর খাকী এবং গফফার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে আহাদুর খাকী গ্রুপ ও গফফার শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের ১২ জন আহত হন। গুরুতর আহত মিটু শরীফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বাবলু শেখকে নড়াইল সদর হাসপাতাল ও তিলা ফরাজিকে কালিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে উপজেলার নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত। কোনো পক্ষ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কিশোরগঞ্জের ভৈরবে যৌন হয়রানির ঘটনায় দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ৫৩ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয়। সোমবার বিকালে শহরের বঙ্গবন্ধু সরণির ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার বিকালে শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার এক ছাত্রীর স্কুলব্যাগ টেনে নিতে চেষ্টা করে রোজেন নামে এক যুবক। পরে ছাত্রীর অভিভাবকরা ঘটনা জেনে যুবকের ওপর আক্রমণ করেন। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট-পাটকেলের আঘাতে পুলিশসহ ১০ জন আহত হন। থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, তুচ্ছ ঘটনায় দুপক্ষের মধ্য সংঘর্ষ বাধলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ বাধ্য হয়ে রাবার বুলেট, টিয়ার শেল ছুড়লে পরিস্থিতি শান্ত হয়। ঘটনার সময় ইট-পাটকেলের আঘাতে পুলিশ পরিদর্শক শ্যামল মিয়া ও উপ-পরিদর্শক আশরাফুলসহ তিন পুলিশ আহত হন।

কালিয়া ও ভৈরবে সংঘর্ষে পুলিশসহ আহত ২২

 নড়াইল ও ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

নড়াইলে কালিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার তেলীডাঙ্গা গ্রামের আহাদুর খাকী এবং গফফার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে আহাদুর খাকী গ্রুপ ও গফফার শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের ১২ জন আহত হন। গুরুতর আহত মিটু শরীফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বাবলু শেখকে নড়াইল সদর হাসপাতাল ও তিলা ফরাজিকে কালিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে উপজেলার নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত। কোনো পক্ষ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কিশোরগঞ্জের ভৈরবে যৌন হয়রানির ঘটনায় দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ৫৩ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয়। সোমবার বিকালে শহরের বঙ্গবন্ধু সরণির ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার বিকালে শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার এক ছাত্রীর স্কুলব্যাগ টেনে নিতে চেষ্টা করে রোজেন নামে এক যুবক। পরে ছাত্রীর অভিভাবকরা ঘটনা জেনে যুবকের ওপর আক্রমণ করেন। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট-পাটকেলের আঘাতে পুলিশসহ ১০ জন আহত হন। থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, তুচ্ছ ঘটনায় দুপক্ষের মধ্য সংঘর্ষ বাধলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ বাধ্য হয়ে রাবার বুলেট, টিয়ার শেল ছুড়লে পরিস্থিতি শান্ত হয়। ঘটনার সময় ইট-পাটকেলের আঘাতে পুলিশ পরিদর্শক শ্যামল মিয়া ও উপ-পরিদর্শক আশরাফুলসহ তিন পুলিশ আহত হন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন