জাবির সমাবর্তন ফি কমানোর দাবিতে মানববন্ধন
jugantor
জাবির সমাবর্তন ফি কমানোর দাবিতে মানববন্ধন

  জাবি প্রতিনিধি  

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিনামূল্যে সার্টিফিকেট প্রদান, সমাবর্তন ফি হ্রাসকরণসহ ছয় দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টার দিকে নতুন প্রশাসনিক ভবনের সামনে শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধন করেন। বিনামূল্যে সার্টিফিকেট প্রদান, সমাবর্তন ফি কমিয়ে এক হাজার টাকা করা, উইকেন্ড কোর্সের শিক্ষার্থীদের জন্য আলাদা সমাবর্তনের ব্যবস্থা, সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিতকরণ, রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সহজীকরণ করা এবং দুই কার্যদিবসের মধ্যে সব শর্ত বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা। বাংলা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী জহির ফয়সাল মানববন্ধনটি সঞ্চালনা করেন। এ সময় তিনি বলেন, সব সময়ের জন্য সার্টিফিকেট বিনামূল্যে প্রদান করতে হবে। এছাড়া উইকেন্ড কোর্সের শিক্ষার্থীদের আমাদের সঙ্গে সমাবর্তনে অন্তর্ভুক্ত করা যাবে না, তাদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। সমাবর্তন ফি কমিয়ে উদ্ধৃত টাকা শিক্ষার্থীদের ফেরত দিতে হবে। মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

জাবির সমাবর্তন ফি কমানোর দাবিতে মানববন্ধন

 জাবি প্রতিনিধি 
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিনামূল্যে সার্টিফিকেট প্রদান, সমাবর্তন ফি হ্রাসকরণসহ ছয় দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টার দিকে নতুন প্রশাসনিক ভবনের সামনে শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধন করেন। বিনামূল্যে সার্টিফিকেট প্রদান, সমাবর্তন ফি কমিয়ে এক হাজার টাকা করা, উইকেন্ড কোর্সের শিক্ষার্থীদের জন্য আলাদা সমাবর্তনের ব্যবস্থা, সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিতকরণ, রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সহজীকরণ করা এবং দুই কার্যদিবসের মধ্যে সব শর্ত বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা। বাংলা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী জহির ফয়সাল মানববন্ধনটি সঞ্চালনা করেন। এ সময় তিনি বলেন, সব সময়ের জন্য সার্টিফিকেট বিনামূল্যে প্রদান করতে হবে। এছাড়া উইকেন্ড কোর্সের শিক্ষার্থীদের আমাদের সঙ্গে সমাবর্তনে অন্তর্ভুক্ত করা যাবে না, তাদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। সমাবর্তন ফি কমিয়ে উদ্ধৃত টাকা শিক্ষার্থীদের ফেরত দিতে হবে। মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন