ঈশ্বরগঞ্জে চেয়ারম্যানের বিচার দাবি
নারী সদস্যের মর্যাদাহানি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মহিলা ইউপি সদস্যকে চুলের মুঠি ধরে জুতাপেটা করে মর্যাদাহানি করার অভিযোগে ওই চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে।
সোমবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলা পরিষদের সম্মুখে এ মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় রাস্তার দু’পার্শ্বে তীব্র যানজটে জনদুর্ভোগ সৃষ্টি হয়। পরে ইউএনও হাফিজা জেসমিনের হস্তক্ষেপে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
জানা যায়, গত ০২ মার্চ বৃহস্পতিবার রাতে উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম ওই ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ড সদস্য রোকসানা খাতুনকে ইউপি কার্যালয়ে অকথ্য ভাষায় গালাগাল করে চুলের মুঠি ধরে জুতাপেটা ও মর্যাদাহানি করেন। রাতেই মহিলা ইউপি সদস্য বাদী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
এ ঘটনার তিন দিন পর চেয়ারম্যানসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে থানায় আরও মামলা হয়।
সোমবার দুপুরে ওই নারী সদস্যের শ্লীলতাহানির বিচার দাবিতে এলাকাবাসী চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্তের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য শরিফুজ্জামান আকন্দ রানা, ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি সাইদুল গনি ভূইয়া রোমন, উচাখিলা ইউনিয়ন যুবলীগ যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ। পরে ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নারী সদস্যের মর্যাদাহানি
ঈশ্বরগঞ্জে চেয়ারম্যানের বিচার দাবি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মহিলা ইউপি সদস্যকে চুলের মুঠি ধরে জুতাপেটা করে মর্যাদাহানি করার অভিযোগে ওই চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে।
সোমবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলা পরিষদের সম্মুখে এ মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় রাস্তার দু’পার্শ্বে তীব্র যানজটে জনদুর্ভোগ সৃষ্টি হয়। পরে ইউএনও হাফিজা জেসমিনের হস্তক্ষেপে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
জানা যায়, গত ০২ মার্চ বৃহস্পতিবার রাতে উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম ওই ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ড সদস্য রোকসানা খাতুনকে ইউপি কার্যালয়ে অকথ্য ভাষায় গালাগাল করে চুলের মুঠি ধরে জুতাপেটা ও মর্যাদাহানি করেন। রাতেই মহিলা ইউপি সদস্য বাদী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
এ ঘটনার তিন দিন পর চেয়ারম্যানসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে থানায় আরও মামলা হয়।
সোমবার দুপুরে ওই নারী সদস্যের শ্লীলতাহানির বিচার দাবিতে এলাকাবাসী চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্তের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য শরিফুজ্জামান আকন্দ রানা, ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি সাইদুল গনি ভূইয়া রোমন, উচাখিলা ইউনিয়ন যুবলীগ যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ। পরে ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।