সরকার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করছে: এমপি শাওন
লালমোহন (ভোলা) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। যার জন্যই বাংলাদেশ এখন বিশ্ব দরবারে প্রশংসিত বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ-সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
শনিবার সকালে ভোলার লালমোহনের সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে অনুষ্ঠিত ‘যুব উৎসবে’ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট কম্পোনেন্ট-৩ এর আয়োজনে ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এ যুব উৎসব উদযাপন করা হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে যুব উৎসবে উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আ.লীগের সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সরকার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করছে: এমপি শাওন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। যার জন্যই বাংলাদেশ এখন বিশ্ব দরবারে প্রশংসিত বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ-সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
শনিবার সকালে ভোলার লালমোহনের সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে অনুষ্ঠিত ‘যুব উৎসবে’ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট কম্পোনেন্ট-৩ এর আয়োজনে ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এ যুব উৎসব উদযাপন করা হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে যুব উৎসবে উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আ.লীগের সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।