সুশাসন নিশ্চিত করতে রূপরেখা প্রণয়ন হয়েছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী
jugantor
সুশাসন নিশ্চিত করতে রূপরেখা প্রণয়ন হয়েছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী

  সিলেট ব্যুরো  

২২ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

সিলেটে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ শীর্ষক আলোচনা সভা করেছে বিএনপি। জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার সভায় প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিস্ট বিদায়ের পরে বিএনপি কোন নীতিতে দেশ পরিচালনা করবে, এমন বিষয়কে সামনে রেখেই দীর্ঘ গবেষণার পর রাষ্ট্রকাঠামো মেরামতের এই রূপরেখা তৈরি করা হয়েছে। সুশাসন নিশ্চিত করার জন্যই এই রূপরেখা দেওয়া হয়েছে। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও খন্দকার আবদুল মুক্তাদির। জাহেদ আহমদের কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সূচিত সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন মহানগর বিএনপির সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সুশাসন নিশ্চিত করতে রূপরেখা প্রণয়ন হয়েছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী

 সিলেট ব্যুরো 
২২ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

সিলেটে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ শীর্ষক আলোচনা সভা করেছে বিএনপি। জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার সভায় প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিস্ট বিদায়ের পরে বিএনপি কোন নীতিতে দেশ পরিচালনা করবে, এমন বিষয়কে সামনে রেখেই দীর্ঘ গবেষণার পর রাষ্ট্রকাঠামো মেরামতের এই রূপরেখা তৈরি করা হয়েছে। সুশাসন নিশ্চিত করার জন্যই এই রূপরেখা দেওয়া হয়েছে। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও খন্দকার আবদুল মুক্তাদির। জাহেদ আহমদের কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সূচিত সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন মহানগর বিএনপির সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন